অবসরে তোমার যা করা উচিত

বই পড়া

বই পড়া একটা ভালো অভ্যাস। যারা বই পড়তে পছন্দ করে, তাদের মধ্যে আমি একজন। বলা যায় ‘বইপোকা’। আমি যখনই সময় পাই, তখনই বই পড়তে বসে যাই। ইংরেজি, বাংলা সব—বই-ই পড়ি। শুধু পাঠ্যবই নয়, অন্যান্য বইও পড়ি। বই পড়ার অভ্যাসটা গড়ে তোলার পেছনে আমার মায়ের অবদান আছে। আমি যখন ছোট ছিলাম, মা আমাকে অনেক বই এনে দিতেন। ইংরেজি ও বাংলা—দুটোই। আমাকে সেগুলো পড়ে পড়ে শোনাতেন। আমি পড়তে শেখার পর থেকে সেগুলো নিজেই পড়তে শুরু করি। এখান থেকেই আমি বই পড়া শুরু করেছি, এখনো বই পড়ি। মা একদিন কিআ এনে দিলেন, সেটা পেয়ে তো আমি খুব খুশি। এখনো মা আমাকে অনেক বই এনে দেন। যারা অবসর সময়ে কী করবে, তা খুঁজে পায় না, তাদের উচিত বই পড়া, প্রচুর প্রচুর বই পড়া।

লেখক: শিক্ষার্থী, নবম শ্রেণি, সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ঝিনাইদহ

আরও পড়ুন