দুধ আর আনারস একসঙ্গে খেলে কি নিশ্চিত মৃত্যু

দুধ একটি আদর্শ খাবার, আনারসে থাকে প্রচুর ভিটামিনছবি: সংগৃহীত

দুধ আর আনারস একসঙ্গে কিংবা পরপর খেলে মৃত্যু হবে, এ তথ্যের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বারডেমের সাবেক প্রধান পুষ্টিবিদ আখতারুন নাহার তা–ই মনে করেন। এ নিয়ে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে একটি লোককাহিনিও শুনিয়েছিলেন তিনি। সেই কাহিনি অনুযায়ী, একবার আনারসের ঝোপে ঘাপটি মেরে বসে ছিল এক বিষধর সাপ। কোনো একভাবে সেই সাপ তার বিষ ঢেলে দিয়েছিল পাশে থাকা আনারসে। আর সেই আনারস নিয়ে খেয়েছিল এক ব্যক্তি। আনারসের পরই দুধে চুমুক দিয়েছিল সে। আর তারপরই মৃত্যু। আর এর পর থেকেই প্রচলিত হয়ে আসছে দুধ আর আনারস নিয়ে এই ভ্রান্ত ধারণা।

তবে যাদের দুধ হজম হয় না, তাদের দুধ ও আনারস একসঙ্গে খাওয়ার ব্যাপারে সতর্ক থাকা উচিত।

আরও পড়ুন