শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যু

শহীদ জননী জাহানারা ইমাম
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৬ জুন, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

শহীদ জননী জাহানারা ইমামের আজ চলে যাওয়ার ত্রিশ বছর পার হল। নিজের প্রিয় সন্তানকে বিলিয়ে দিয়েছিলেন দেশের জন্য। ১৯৯৪ সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন তিনি।

সাহসী নারীর মূর্ত প্রতীক ছিলেন জাহানারা ইমাম। তাঁর জন্মটা ছিল ভারতের মুর্শিদাবাদে। পরের জীবন কেটেছে বাংলাদেশে। মুক্তিযুদ্ধের আগে স্বামী শরীফ ইমাম এবং দুই ছেলে শাফি ইমাম রুমী ও সাইফ ইমাম জামীকে সুখের সংসার কাটছিল তাঁর। তবে যুদ্ধের ভয়াবহতা বাড়তে দেখে স্বাধীনচেতা রুমী নিজেকে ঘরে আটকে রাখতে পারলেন না। মা জাহানারা ইমামও বাঁধা দিলেন না। তিনিও বুঝতে পেরেছিলেন স্বদেশের মুক্তিটাই এখন সবচেয়ে প্রয়োজন। মুক্তিযুদ্ধে ২৯ আগস্ট রুমী শহীদ হন। জাহানারা ইমামের আত্মত্যাগ বাংলাদেশিদের কাছে সাক্ষী হয়ে আছে।

মুক্তিযুদ্ধের সময়কার ঘটনাবলি নিয়ে মুক্তিযুদ্ধের দিনলিপি 'একাত্তরের দিনগুলি' লিখেছিলেন তিনি। শুধু লেখক নন, এর পাশাপাশি তিনি ছিলেন কথাসাহিত্যিক, সেই সঙ্গে শিক্ষাবিদ। দেশের জন্য তিনি যা করে গেছেন, তা ইতিহাসের পাতায় লেখা থাকবে।

আজ ২৬ জুন। উনিশ শতকের বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মদিন। তিনি প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবেও পরিচিত। ১৮৩৮ সালে ভারতবর্ষে জন্ম নেন তিনি।

ধারণা করা হয়, ১৯৭৪ সালের আজকের এই দিনে প্রথম বারের মত বারকোড ব্যবহার করা হয়। ওহাইও'র মার্শ সুপারমার্কেটে রিগলি'স গামে এটি প্রথম ব্যবহৃত হয়।

আরও পড়ুন