হাসি থেকে মহাকাশে
নাইট্রাস অক্সাইড (N2O) নাইট্রাস, নাইট্রো বা এনওএস নামেও পরিচিত। বর্তমানে রকেটের জ্বালানি ও মোটর রেসিং কারের ইঞ্জিনের শক্তি বৃদ্ধিতে নাইট্রাস অক্সাইড ব্যবহার করা হয়। ১৯১৪ সালে আমেরিকান রকেট গবেষক রবার্ট গডার্ড নাইট্রাস অক্সাইড ও গ্যাসোলিন রকেটের তরল জ্বালানি হিসেবে ব্যবহারের প্রস্তাব করেন। ২০০৪ সালে পৃথিবীর প্রথম বেসরকারি মহাকাশ যান স্পেসশিপওয়ানে জ্বালানি হিসেবেও এই গ্যাসের ব্যবহার করা হয়।
আরও পড়ুন