জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৮ নভেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।
রোগ নির্ণয়ের মতো জটিল কাজকে সহজ ও নির্ভুল করেছে যে আবিষ্কার, তা হলো এক্স-রে। ১৮৯৫ সালের আজকের এই দিনে জার্মান বিজ্ঞানী উইলহেম কনরাড রন্টজেন প্রথম এক্স-রে রশ্মির অস্তিত্ব আবিষ্কার করেন। গবেষণার সময় তিনি লক্ষ্য করেন, এক বিশেষ ধরনের ক্যাথোড রশ্মি নির্দিষ্ট বস্তু ভেদ করে যেতে সক্ষম। এই রশ্মির প্রভাব দৃশ্যমান করা যায় একটি ফ্লুরোসেন্ট পর্দায়। এই পরীক্ষা থেকেই এসেছে এক্স-রে৷ এই রশ্মির আবিষ্কার চিকিৎসাবিজ্ঞানে এক যুগান্তকারী ঘটনা। এই আবিষ্কার তাঁকে ১৯০১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল এনে দিয়েছিল। এক্স-রে ব্যবহার করে বিজ্ঞানী রন্টজেন তাঁর স্ত্রীর হাতের ছবি তোলেন। যেখানে হাতের হাড় এবং আঙুলের আংটির স্পষ্ট অবয়ব ফুটে ওঠে। এই ছবি চিকিৎসাক্ষেত্রে প্রথমবারের মতো মানুষের অভ্যন্তরীণ গঠন দেখার সুযোগ সৃষ্টি করে। এটি চিকিৎসাবিজ্ঞানে নিয়ে এসেছে বিপ্লব।
আরও পড়ুন