জুজু!

অলংকরণ: সব্যসাচী চাকমা

কয়েক দিন আগে আমি আমার আম্মুর সঙ্গে বাজারে গিয়েছিলাম। যখন আমরা কেনাকাটা করে বাসায় ফিরছিলাম, তখন মনে হলো এই মাসের কিআটি কেনা হয়নি। তারপর আমি ও আম্মু কিআ নিয়ে বাসায় ফিরছিলাম। বইটা হাতে নিয়েই মাথায় একটা দুষ্টুবুদ্ধি এল। কয়েক বছর আগে কিআতে ‘জুজু’ নামের একটি গল্প ছাপা হয়েছিল। সেখানে বলা ছিল, জুজু এলে তিনবার টোকা দেয়। তাই আমি আমার ছোট ভাইকে ভয় দেখানোর জন্য দরজার কাছে গিয়ে তিনবার টোকা দিলাম। অন্যদিক থেকে আমার ছোট ভাই বলল কে? আমি বললাম, আমি জুজু! জুজু! জুজু! তারপর ঘর থেকে আর কোনো শব্দ এল না। তারপর আম্মু কিছুক্ষণ কড়া নাড়ল। সাড়া নেই ওপাশ থেকে। কোনো শব্দ না পেয়ে শেষে দরজা ভেঙে ভেতরে ঢুকতে হলো। তারপর দেখলাম, আমার ভাই ঘরে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তারপর অবশ্য আম্মুর কাছে বকা শুনতে হলো।

লেখক: শিক্ষার্থী, সপ্তম শ্রেণি, চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চবিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া

আরও পড়ুন