বারান্দায় শামুক

ছোট্ট একটি ছেলে নাপিতের দোকানে গেল। নাপিত তাঁর গ্রাহককে ফিসফিস করে বলল, ‘এই ছেলেটা বিশ্বের সবচেয়ে বোকা ছেলে। দেখো, আমি প্রমাণ করে দিচ্ছি।’

নাপিত এক হাতে ১০০ টাকার নোট আর অন্য হাতে ১০ টাকার নোট নিল। তারপর ছেলেটিকে ডেকে জিজ্ঞেস করল, কোনটা চাও, বাবা? ছেলেটি ১০ টাকা নিয়ে চলে গেল।

নাপিত বলল, ‘বলেছিলাম না? এই ছেলেটা কিচ্ছু বোঝে না!’

গ্রাহক দোকান থেকে বেরিয়ে দেখে, ছেলেটা একটি আইসক্রিম খেতে খেতে যাচ্ছে।

‘এই ছেলে, তুমি ১০০ টাকা না নিয়ে ১০ টাকা নিলে কেন?’

আইসক্রিমে একটি কামড় দিয়ে সে বলল, যেদিন আমি ১০০ টাকাটা নেব, সেদিনই খেলা শেষ!

আরও পড়ুন

দরজায় কড়া নাড়ার শব্দ শুনে দরজা খুলল এক লোক। দরজা খুলে দেখল বারান্দায় একটি শামুক। শামুকটি তুলে নিয়ে যত জোরে সম্ভব সে ছুড়ে মারল।

এক বছর পর আবার দরজায় কড়া নাড়ার শব্দ হলো। লোকটি দরজা খুলে দেখল সেই একই শামুক।

শামুক বলে: কী রে মামা, ঘটনা কী? এমন করলি কেন?

আরও পড়ুন
এআই আর্ট

দীর্ঘদিন খরা চলার পর বৃষ্টি এলে ক্যাঙারু ছাড়া বনের সব প্রাণীই খুশি হয়। অন্যরা যখন কাঙারুকে জিজ্ঞেস করল, তোমার দুঃখের কারণ কী? ক্যাঙারু বলল, বৃষ্টি হওয়ার মানে এখন আমার বাচ্চারা পেটের থলির মধ্যে বসে সময় কাটাবে।

আরও পড়ুন