আজ বিশ্ব পরিবেশ দিবস

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে পটুয়াখালীতে সংরক্ষিত বনের প্রায় ৭০ লাখ গাছ উপড়ে গেছে । সংগৃহীত
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৫ জুন, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

১৯৬৮ সালের ২০ মে। সুইডেন সরকার জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদকে একটি চিঠি পাঠায়। সেই চিঠির পুরোটা জুড়েই ছিল প্রকৃতি ও পরিবেশদূষণ নিয়ে গভীর উদ্বেগ। জাতিসংঘ সেই উদ্বেগ বেশ গুরুত্বসহকারে নেয়। এরই ধারাবাহিকতায় ১৯৭২ সালে সুইডেনের রাজধানী স্টকহোমে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলো নিয়ে ৫ থেকে ১৬ জুন অনুষ্ঠিত হয় ইতিহাসের প্রথম পরিবেশবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। এ সম্মেলনে সিদ্ধান্ত হয়, ১৯৭৪ সালের ৫ জুন ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালিত হবে। সেই থেকে শুরু। এর পর থেকে প্রতিবছর এই দিনে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এ লক্ষ্যে কাজ করার উদ্দেশ্যে পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। প্রতিবছর দিবসটি ভিন্ন ভিন্ন প্রতিপাদ্যকে সামনে রেখে পালন করা হয়। এবারও এর ব্যতিক্রম নয়।

দিন দিন অসহনীয় হারে বাড়ছে গরম, সেই সঙ্গে বেড়ে চলেছে প্রাকৃতিক দুর্যোগ। এগুলো মোকাবেলা করতে বিশ্ব পরিবেশ দিবসের ২০২৪–এর প্রতিপাদ্য হলো—‘ভূমি পুনরুদ্ধার, মরুকরণ ও স্থিতিস্থাপকতা’।

এ ছাড়া আজ বাংলাদেশের পপ ব্যান্ডের গুরু আজম খানের চলে যাওয়ার ১৩ বছর পূর্ণ হলো। ২০১১ সালের এই দিনে আমরা হারাই এই নক্ষত্রকে। ১৯৫০ সালে জন্ম নেওয়া আজম খান গানে গানে বলতেন দেশপ্রেমের কথা। এ ছাড়া তাঁর ‘রেললাইনের ওই বস্তিতে’ কিংবা ‘বাংলাদেশ’, ‘আলাল ও দুলাল’, ‘ওরে সালেকা, ওরে মালেকা’, ‘আসি আসি বলে’, ‘অনামিকা’, ‘অভিমানী’ ইত্যাদি গান দিয়ে মাতিয়ে গেছেন বাংলা গানের শ্রোতাদের।

আরও পড়ুন