নয় বছর আগের ঘটনা। তখন আমরা গোপালপুরে থাকতাম। একদিন আমার বান্ধবীর বাসা থেকে হেঁটে বাড়ি ফিরছিলাম। আমি সেদিন গোলাপি রঙের জামা পরেছিলাম। আম্মু সামনে, আমি পেছনে। হঠাৎ পেছনে ফিরে দেখি একটা ঘোড়া। ভয়ে আমি আম্মুকে ফেলেই দিলাম দৌড়। ঘোড়াও আমার পেছনে দৌড়ে আসছে। আম্মু আমাকে থামতে বলছিলেন। কিন্তু ঘোড়া থামছিল না বলে আমি দৌড়াচ্ছিলাম। তারপর কয়েকজন লোক এসে ঘোড়াটাকে থামাল। দৌড়ে আমি এত হাঁপিয়ে গিয়েছিলাম যে রাস্তায় বসে পড়লাম। এরপর আম্মু অবশ্য বকা দিয়েছিলেন। কিন্তু এটি
আমার জীবনে একটি ভয়ংকর ও মজার একটি স্মৃতি।