মেট্রোলাইফের সঙ্গে ঈদের কিআড্ডা

কিশোর আলোর ৯৬তম কিআড্ডাফুয়াদ কবির

চারদিকে তখনো ঈদের আমেজ। ছুটি শেষে সবাই কাজে ফিরছেন। ঈদের আনন্দ শেষ হয়নি। এই আনন্দকে দ্বিগুণ করতে ২২ জুন দুপুরে কিশোর আলোর সভাকক্ষে অনুষ্ঠিত হয়ে গেল কিশোর আলোর ৯৬তম কিআড্ডা।

১৬ই জুন ছিল বাবা দিবস। আড্ডার শুরুতেই পর্দায় দেখানো হয় ‘মাই ফাদারস ডে’ নামের একটি শর্টফিল্ম। শর্টফিল্ম শেষে কিশোর আলো ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের সহসমন্বয়ক আব্দুল ইলা সবার কাছে বাবা নিয়ে নানা মজার ঘটনা ও স্মৃতি জানতে চান। অংশগ্রহণকারীরা নিজের বাবাকে নিয়ে আলোচনা করে।

আমার কিছু বলার আছে
আব্দুল ইলা

এরপর কিশোর আলোর সহকারী সম্পাদক পাভেল মহিতুল আলমের সঞ্চালনায় শুরু হয় এবারের কিআড্ডার মূল পর্ব। অক্টোবরে অনুষ্ঠিতব্য ১০০তম কিআড্ডা নিয়ে আলোচনা শুরু করেন তিনি। এই কিআড্ডা কীভাবে উদ্‌যাপন করা হবে, তা নিয়ে আলোচনা হয় অংশগ্রহণকারী পাঠকদের সঙ্গে। পাঠকেরা আগামী মিটিংয়ে এই কিআড্ডা উদ্‌যাপনের জন্য আইডিয়া লিখে আনবে বলে জানায়।

এরপর তুমুল আড্ডা হয় সদ্য সমাপ্ত ঈদ নিয়ে। কে কোথায় ঈদ করল, কার ঈদ কেমন কাটল, মজার কী কী হলো, একে একে তা জানাতে থাকে অংশগ্রহণকারীরা। সভার এ পর্যায়ে উপস্থিত হন কিশোর আলো সম্পাদক আনিসুল হক। পাঠকদের প্রশ্নের উত্তরে তিনি শৈশবের নানা স্মৃতি, মুক্তিযুদ্ধের সময়ের অভিজ্ঞতা ও গুড্ডুবুড়াকে নিয়ে গল্প করেন।

১ / ৪
কিআড্ডায় অংশ নেওয়ার আগেআব্দুল ইলা

এবারের কিআড্ডা মাতিয়েছে জনপ্রিয় ব্যান্ড মেট্রোলাইফ। উপস্থিত সবার বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে আলোচনা জমিয়ে তোলেন ব্যান্ডের সদস্যরা। এ ছাড়া নিজেদের দারুণ সব গান পরিবেশন করে আড্ডাকে মুখর করে তোলেন ব্যান্ডটির পাঁচ সদস্য।

সভার শেষ পর্যায়ে চলে কিশোর আলো নিয়ে আলোচনা। পাঠকেরা জানায় কার প্রচ্ছদ ভালো লেগেছে, কার ভালো লাগেনি। কেন ভালো লাগেনি, তা–ও বলে কেউ কেউ। কোন গল্প, কমিকস ও ফিচার সবার বেশি ভালো লেগেছে, তা নিয়েও আলোচনা চলে।

আলোচনার শেষে প্রতিবারের মতো আয়োজিত হয় কিআ কুইজ। কুইজের সঠিক উত্তর দিয়ে আকর্ষণীয় পুরস্কার জিতে নেয় বিজয়ীরা।

ছবি: আব্দুল ইলা ও ফুয়াদ কবির

আরও পড়ুন