বিমান চালিয়ে পৃথিবী প্রদক্ষিণ করা প্রথম নারী

জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৫ জুলাই, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

আকাশপথে চলাচল এখন তেমন বিশেষ কিছু নয়। এখন আকাশপথে চলাচল বিশেষ মনে না হলেও আজ থেকে প্রায় ১০০ বছর আগে এটি ছিল মিরাকলের মতো। আকাশপথে চলাচলকে সহজ করতে বিমানচালকদের অবদান অনেক। এর মধ্যে একজন ক্লারা অ্যাডামস।

ক্লারা অ্যাডামস ছিলেন পৃথিবীর প্রথম নারী বৈমানিক। যিনি আকাশপথে প্রথম পুরো পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন। ১৯৩৯ সালের আজকের এই দিনে আকাশপথের দুর্ধর্ষ এক অভিজ্ঞতা নিয়ে মাটিতে ফিরে এসেছিলেন ক্লারা অ্যাডামস।

কিশোর আলোতে এর আগে বৈমানিক অ্যামেলিয়া ইয়ারহার্টের কথা লেখা হয়েছে। অ্যামেলিয়াও পুরো পৃথিবী পাড়ি দেওয়ার উদ্দেশ্য নিয়ে বের হয়েছিলেন ঘরে থেকে, তবে তাঁর আর ফিরে আসা হয়নি। অভিযান চলার সময়ে নিখোঁজ হন তিনি। অ্যামেলিয়া ইয়ারহার্ট ও ক্লারা অ্যাডামস ছিলেন বন্ধু। ইয়ারহার্টের এভাবে চলে যাওয়া বেশ কষ্টকর ছিল। তার কয়েক বছর পর ক্লারা বেরিয়ে পড়েন একই অভিযানে, তবে ভিন্ন পথে। ১৬ দিন ১৯ ঘণ্টা ৪ মিনিটে পৃথিবী প্রদক্ষিণ শেষ করে নিউইয়র্ক বিমানবন্দরে অবতরণ করেন। গণনা করলে দেখা যাবে সব মিলিয়ে তিনি পাড়ি দিয়েছিলেন ২৪ হাজার ৬০৯ মাইল! প্রথম বিমান নিয়ে পৃথিবী ঘুরে আসা এই নারী স্মরণীয় হয়ে আছেন।

আরও পড়ুন