জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৪ অক্টোবর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।
আকাশের উড়োজাহাজ থেকে নয়, সরাসরি মহাকাশ থেকে নাকি ঝাঁপ দিয়েছিলেন তিনি। মহাকাশে স্কাইডাইভিংয়ের মাধ্যমে সফলভাবে পৃথিবীপৃষ্ঠে নেমে আসার মতো অবিশ্বাস্য ঘটনা যাঁর হাত ধরে ঘটেছে, তিনি হলেন ফেলিক্স বমগার্টনার। অস্ট্রিয় স্কাইডাইভার এবং বেস জাম্পার ফেলিক্স বমগার্টনার ২০১২ সালের আজকের এই দিনে মহাকাশ থেকে ঝাঁপ দিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন।
রেড বুল স্ট্রাটোস প্রকল্পের অংশ হিসেবে বমগার্টনার দিনের আলোতে একটি হিলিয়াম ভরা বেলুনে চড়ে ৩৯,০৪৫ মিটার (১২৮,১০০ ফুট) উচ্চতায় পৌঁছান। সেখান থেকে সরাসরি ঝাঁপ দিয়ে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর রোজওয়েলের পাশে নিরাপদে অবতরণ করেন। এই ফ্রি-ফল চলাকালে তিনি ১,৩৫৭.৬ কিমি/ঘণ্টা গতি অর্জন করেন। যার ফলে তিনি প্রথম ব্যক্তি হিসেবে মুক্তভাবে পড়ন্ত ব্যক্তি হিসেবে শব্দের গতি অতিক্রম করতে সক্ষম হন। তাঁর পড়ন্ত অবস্থার পুরো ভিডিওটি আছে ইউটিউবে। চাইলে দেখতে পারো এই লিংকে এখানে
১৯৬৮ সালের আজকের এই দিনে কৃষ্ণাঙ্গ আমেরিকান অ্যাথলেট জিম হিনস ১০ সেকেন্ডেরও কম সময়ে ১০০ মিটার দৌড় শেষ করেন। সময় নেন মাত্র ৯ দশমিক ৯৫ সেকেন্ড।