এবার নারায়ণগঞ্জে কিশোর আলো ও ফ্রেশের ‘আগামীর অনন্যা’

কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষার সচেতনতায় কিশোর আলো ও ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের উদ্যোগে নারায়ণগঞ্জে দুটি স্কুলে ‘আগামীর অনন্যা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৯ জুন সকালে নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবং দুপুরে বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথম আলোর ম্যাগাজিন কিশোর আলো শিশু-কিশোরদের মানসিক বিকাশে নানা অনুষ্ঠানের আয়োজন করে। এরই অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের চিকিৎসক পাপিয়া আফরোজ সৌমিক কিশোরীদের পিরিয়ড-বিষয়ক বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং এসব সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন।

কিশোর আলো শিশু-কিশোরদের মানসিক বিকাশে এমন অনুষ্ঠানের আয়োজন করে

শিক্ষার্থীদের উদ্দেশে চিকিৎসক পাপিয়া আফরোজ সৌমিক বলেন, ‘পিরিয়ড হচ্ছে বলে আমরা মেয়েরা মা হতে পারছি। আমরা মায়েরা সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। পিরিয়ডের সময় নোংরা কাপড় ব্যবহারের কারণে জরায়ু ক্যানসারসহ জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই পিরিয়ডের সময় স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে হবে।’

আরও পড়ুন

অনুষ্ঠানে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে উপস্থিত কিশোরীদের ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন সৌজন্য হিসেবে দেওয়া হয়।

আনিসুল হকের সঙ্গে কিআ বুক ক্লাবের সদস্যরা

অনুষ্ঠানের শুরুতে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে এমজিআইয়ের ব্যবস্থাপক (ব্র্যান্ড) ইসরাত জাহান বক্তব্য দেন। তিনি বলেন, ‘শহরের নারীরা স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে সচেতন হলেও গ্রামাঞ্চলের বেশির ভাগ নারী নোংরা কাপড় ব্যবহার করেন। বাংলাদেশের প্রায় ৭১ শতাংশ নারী মাসিক চলাকালে কোনো ধরনের স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না। ফলে অসচেতনতার কারণে আমাদের দেশে নারীরা জরায়ু ক্যানসারসহ জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। এ কারণে গত বছর থেকে এমজিআই নারীদের মাসিকের স্বাস্থ্য সুরক্ষায় সাশ্রয়ী মূল্যে মানসম্মত নতুন একটি স্যানিটারি ন্যাপকিন বাজারে নিয়ে আসে, যার নাম ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন।’

নারীরা পিছিয়ে থাকবে না উল্লেখ করে নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা আক্তার বলেন, ‘আমরা সেরাদের সেরা হতে চাই। নারী বলে আমরা পিছিয়ে থাকব না। আমরা নিজেদের স্বাস্থ্য ঠিক রেখে জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাব।’

অনুষ্ঠানে বক্তব্যের ফাঁকে নৃত্য পরিবেশন করে স্কুলের শিক্ষার্থী শ্যামন্তী বড়ুয়া।

শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতায় জোর দিয়ে আলোচনা করেন কিশোর আলোর সম্পাদক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক

শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতায় জোর দিয়ে কিশোর আলোর সম্পাদক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, ‘আমাদেরকে সুস্থ থাকতে হবে, পাঠ্যপুস্তকের পাশাপাশি প্রচুর অন্যান্য বই পড়তে হবে। পাশাপাশি সাহিত্যচর্চা ও বিজ্ঞানচর্চা করতে হবে।’ তিনি বলেন, ‘শুধু পড়াশোনা করে ভালো মানুষ হওয়া যায় না। বই পড়া ছাড়া কেউ জীবনে বড় হয়নি। যাঁরা জীবনে বড় হয়েছেন, তার জন্য প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে। আগামীর বাংলাদেশের তোমরাই নেতৃত্বে দেবে, তার জন্য তোমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া জীবনে সফল হওয়ার বিকল্প নেই।’

আরও পড়ুন

নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ২৫ শিক্ষার্থীর সমন্বয়ে ‘কিশোর আলো বুক ক্লাব’ তৈরি করা হয়, যারা নিয়মিত কিশোর আলো পড়ার পাশাপাশি বিভিন্ন বই পড়ায় শিক্ষার্থীদের উৎসাহিত করবে। সেখানে একটি ‘সুরক্ষা বক্স’ স্থাপন করা হয়, যেখান থেকে স্কুলের কিশোরীরা সাশ্রয়ী মূল্যে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন ক্রয় করতে পারবে।

দুপুরে নারায়ণগঞ্জের বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষার সচেতনতায় ‘আগামীর অনন্যা’র অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে এমজিআইয়ের ব্যবস্থাপক (ব্র্যান্ড) ইসরাত জাহান বলেন, পিরিয়ড নিয়ে সমাজে এখনো অনেক কুসংস্কার আছে। পিরিয়ড বিষয়ে স্বাস্থ্যসচেতন হতে হবে।

ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের চিকিৎসক পাপিয়া আফরোজ সৌমিক কিশোরীদের পিরিয়ড-বিষয়ক বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং এসব সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন

কিশোরীদের পিরিয়ড-বিষয়ক বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং এসব সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে চিকিৎসক পাপিয়া আফরোজ সৌমিক বলেন, পিরিয়ড নিয়ে লজ্জা করা যাবে না। এ সময়ে পরিষ্কার–পরিচ্ছন্ন থাকতে হবে। রক্তশূন্যতা কমাতে পুষ্টিকর খাবার খেতে হবে।

শিক্ষার্থীদের মাদক, মুখস্থ ও মিথ্যাকে ‘না’ বলার শপথ বাক্য পাঠ করান কিশোর আলোর সম্পাদক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক। তিনি বলেন, ‘আমরা মানুষে মানুষে জোড়া লাগাতে পারলে একদিন এই দেশটা আলোকিত হবে। জীবনে বড় হতে হলে শুধু পাঠ্যবই পড়লেই হবে না, আমাদের চারপাশে যা কিছু আছে, তা দেখতে হবে, জানতে হবে।’

আরও পড়ুন

'গত এক বছরেও এত মজা করিনি'| কিশোর আলোএখানেও নারায়ণগঞ্জের বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ২৫ শিক্ষার্থীর সমন্বয়ে ‘কিশোর আলো বুক ক্লাব’ তৈরি করা হয়, যারা নিয়মিত কিশোর আলো পড়ার পাশাপাশি বিভিন্ন বই পড়ায় শিক্ষার্থীদের উৎসাহিত করবে। সেখানে একটি ‘সুরক্ষা বক্স’ স্থাপন করা হয়, যেখান থেকে স্কুলের কিশোরীরা সাশ্রয়ী মূল্যে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন ক্রয় করতে পারবে।

অনুষ্ঠানের শুরুতে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে এমজিআইয়ের ব্যবস্থাপক (ব্র্যান্ড) ইসরাত জাহান বক্তব্য দেন

নারায়ণগঞ্জের বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলো সার্কুলেশন সেলসের সহকারী মহাব্যবস্থাপক মহিউদ্দিন রওনক, কিশোর আলোর সহযোগী সম্পাদক পাভেল মহিতুল আলম, প্রথম আলো সার্কুলেশন বিভাগের ব্যবস্থাপক রাসেল রানা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাসুদুর রহমান, সদস্য ইশরাত জাহান ও শামসুন নাহার।

আরও পড়ুন