দূর আকাশের তারা

১ / ৯
শুরুতেই এক পিঠে রং করা একটি বর্গাকার কাগজ নাও এবং তির চিহ্ন বরাবর ভাঁজ করে ভাঁজ ফিরিয়ে নাও।
২ / ৯
কাগজটি ঘুরিয়ে নাও।
৩ / ৯
পুনরায় ডটলাইন বরাবর ভাঁজ করে ভাঁজ ফিরিয়ে নাও।
৪ / ৯
চিত্রের ১-২ রেখা বরাবর ভেতরের দিকে ভাঁজ করো ও চাপ দিয়ে মিলিয়ে নাও। এতে পাশে বৃত্তের মাঝে থাকা কাগজটির মতো হবে।
৫ / ৯
আবারও ডটলাইন বরাবর ভাঁজ করে ভাঁজ ফিরিয়ে নাও।
৬ / ৯
দুটি ডটলাইন বরাবর দুই পাশের ত্রিভুজাকার অংশটি মেলে ধরো এবং ডটলাইনের পাশের সোজা দাগ বরাবর আবারও চাপ দিয়ে ভাঁজ করে নাও। এখানে কাগজের দুটি স্তর। তাই বিপরীত পাশেও একই কাজ করতে হবে। তাতে ৭ নম্বর চিত্রের মতো পাবে।
৭ / ৯
ডটলাইনের ওপরের অংশগুলো নিচের দিকে নামিয়ে নাও।
৮ / ৯
কাগজের সাদা অংশটি হবে পাটাতন। এবার পুরো কাগজটি ঘুরিয়ে এই পাটাতনের ওপর বসিয়ে দাও।
৯ / ৯
এই তো পাওয়া গেল দূর আকাশের তারা। আকাশ ছেড়ে তোমার হাতে এসে বসেছে! এমন আরও অনেকগুলো বানিয়ে বসিয়ে দিতে পারো তারার মেলা।