স্কুলজীবন! জীবনের সেরা সময়। যেন স্মৃতিভরা একটা খাতার মতো, কত গল্পই না লেখা হয় সেখানে। হাসি, উচ্ছ্বাস আর আনন্দে উজ্জ্বল একটা সময় আমরা অতিবাহিত করছি। বকুলতলায় বসে গল্প করা, দোলনায় দোল খাওয়া, করিডর ধরে হাঁটা বা মাঠে বসে গান গাওয়া এখন যতটা সাধারণ লাগছে কিছুদিন পর ততটাই অসাধারণ লাগবে। বন্ধুদের সঙ্গে হাসাহাসি, মারামারি একসময় শুধুই স্মৃতির পাতার গল্প হবে। এখনকার মতো আবার হয়তো অনেক বছর পর আমরা মিলিত হব কোনো এক পুনর্মিলনীতে। কিন্তু তখন থাকবে না সেই ড্রেস পরা, সেই চুল বাঁধা, সেই বই গোছানো। থাকবে না অ্যাসেম্বলিতে দেরি হওয়ার তাড়া বা অ্যাসেম্বলির একদম পেছনে গিয়ে দাঁড়ানো। সেই কড়া রোদে দাঁড়িয়ে করা বিরক্তিকর সমাবেশকেই আমরা হয়তো বড্ড মিস করব। আমাদের নাম কোনো এক হাজিরা খাতায় ধুলো জমে পড়ে থাকবে। মুছে যাবে বেঞ্চ বা দেয়ালে লেখা সেই নামগুলোও। আসলে বিদ্যালয় তো এমনই। একটা বৃক্ষের মতো, যেখানে পুরোনো পাতা ঝরে গিয়ে নতুন পাতার আগমন ঘটে। সেই গাছ এই হাজার হাজার পাতার হিসাব রাখতে পারে না, কিন্তু প্রতিটি পাতাই মনে রাখে আমি এই গাছেরই অংশ ছিলাম।
আর মাত্র কয়েকটা বছর। এই কয়েকটা বছর প্রচুর উপভোগ করতে হবে স্কুলজীবনকে। কারণ, এই সুন্দর সময় চাইলেও ফিরে পাওয়া সম্ভব নয়।
আমাদের স্মৃতিময় শ্রেষ্ঠ শৈশবের নির্মাতা তুমি ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।
লেখক: শিক্ষার্থী, অষ্টম শ্রেণি, ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ফরিদপুর