স্কুলে প্রথম দিন
একটি শিশু জীবনে প্রথম দিনের মতো স্কুলে যাচ্ছে। শিশুর মুখে চিন্তার ছাপ। বাবা এটি খেয়াল করলেন। শিশুটিকে জিজ্ঞাসা করলেন, ‘কী হলো, বাবা? কী ভাবছ?’
শিশুটি নার্ভাস। বাবাকে জিজ্ঞাসা করল, ‘আমাকে কত দিন স্কুলে যেতে হবে?’
বাবা বললেন, ‘১৮ বছর বয়স পর্যন্ত।’
শিশুটি মাথা নাড়ল এবং চুপচাপ ভাবতে লাগল। একসময় তারা স্কুলের গেটে পৌঁছাল। শিশুটি বলল, ‘বাবা, তোমার তো মনে থাকবে আমাকে ১৮ বছর পর এসে নিয়ে যাওয়ার কথা। না?’
আরও পড়ুন