জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৮ মার্চ ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
আধুনিক সময়ে অনেক দেশ মহাশূন্য অভিযানে যাচ্ছে। মহাকাশচারীরা মিশনে যাচ্ছেন গবেষণা করতে। কিন্তু প্রথম মহাশূন্যে গিয়েছিলেন কে? সোভিয়েত নভোচারী অ্যালেক্সি লিওনভ হলেন প্রথম মহাকাশে যাওয়া ব্যক্তি। ১৯৬৫ সালের আজকের এই দিনে তিনি মানবজাতির হয়ে প্রথম গিয়েছিলেন মহাকাশে। সেখানে প্রায় ১২ মিনিট অবস্থান করেছিলেন। ভস্তক-২ নামের মহাকাশযানে চড়ে মহাশূন্যের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। রোমঞ্চকর এই অভিজ্ঞতা থেকে ফিরে এলে তাঁর কাছে মহাকাশযাত্রা নিয়ে জানতে চাওয়া হয়। তিনি বলেন, মহাশূন্যে পা রেখেও তিনি যে পড়ে যাননি, এ বিষয়টি তাঁকে অবাক করেছে। সেই সঙ্গে পৃথিবীর বাইরে থেকে দেখা নক্ষত্র তাঁকে অভিভূত করেছে।
লিওনভ ১৯৩৪ সালের ৩০ মে পশ্চিম সাইবেরিয়ার ছোট্ট শহর লিস্টভিয়াংকায় জন্মগ্রহণ করেন। প্রথমে আর্টস নিয়ে পড়াশোনা শুরু করলেও পরে ইউক্রেনের একটি বিমানবাহিনীর স্কুলকে নিজের শিক্ষার জায়গা হিসেবে বেছে নেন। মহাশূন্যে প্রথম পদার্পণকারী এই ঐতিহাসিক মানুষটি ২০১৯ সালের ১১ অক্টোবর পৃথিবী থেকে বিদায় নেন।
এ ছাড়া ১৯৭৪ সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন বিশ শতকের কবি বুদ্ধদেব বসু। গুণী এই কবি কবিতা লেখার পাশাপাশি ছিলেন প্রাবন্ধিক, কথাসাহিত্যিক, নাট্যকার, সম্পাদক ইত্যাদি। কঙ্কাবতী, দ্রৌপদীর শাড়ী, শীতের প্রার্থনা: বসন্তের উত্তর ইত্যাদি রচনা উপহার দিয়ে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।