জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২২ অক্টোবর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।
পৃথিবীর বিভিন্ন স্থানের স্থানীয় সময় গণনা করতে ব্যবহার করা হয় যুক্তরাজ্যের গ্রিনিচ শহরের মধ্য দিয়ে বিস্তৃত কাল্পনিক অর্ধবৃত্তাকার মূল মধ্যরেখা। এই রেখা সুমেরু থেকে কুমেরু পর্যন্ত বিস্তৃত, যা পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধ দুই ভাগে ভাগ করেছে। ১৮৮৪ সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে মূল মধ্যরেখাকে শূন্য ডিগ্রি রেখা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এর মাধ্যমে রেখাটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সময় নির্ধারণের জন্য মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়।
মূল মধ্যরেখার মান শূন্য ডিগ্রি। এর কারণ এটি পৃথিবীর কেন্দ্রের সঙ্গে রেখাটি শূন্য ডিগ্রি কোণে অবস্থান করে। ফলে এর মাধ্যমে পৃথিবীর যেকোনো স্থানের স্থানীয় সময় নির্ধারণ করা যায়। এই রেখার ওপর ভিত্তি করেই আন্তর্জাতিক সময় মানদণ্ড (Greenwich Mean Time বা GMT) নির্ধারিত হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কঠিন সব মুহূর্ত আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরেছিলেন রবার্ট কাপা। আজ তাঁর জন্মদিন। ১৯১৩ সালের আজকের এই দিনে হাঙ্গেরিতে জন্মগ্রহণ করেন হাঙ্গেরীয়–আমেরিকান এই গুণী আলোকচিত্রী।