বেল বাজিয়ে দৌড়

অলংকরণ: সব্যসাচী চাকমা

আমি ছোটবেলায় অনেক দুষ্টু ছিলাম। বড় আপুর সঙ্গে মিলে নানা রকম দুষ্টুমি করতাম। এই যেমন বাসায় মিথ্যা বলে দোকান থেকে চকলেট কিনতে যেতাম, লুকিয়ে লুকিয়ে ছাদে খেলতে যেতাম ইত্যাদি। মাঝেমধ্যে প্রতিবেশীদের বাসার কলবেল বাজিয়ে দৌড় দিতাম। একদিন বেল বাজিয়ে দৌড় দিতে গিয়ে এক আন্টির কাছে ধরা খেলাম। এ কথা তিনি আমার মাকে বলে দিলেন। আপু বেঁচে গেলেও আমার আর রক্ষা হয়নি। মা আমাকে সেই রকমের ধোলাই দিয়েছিলেন। এর পর থেকে আর কারও কলবেল বাজাই না।

লেখক: শিক্ষার্থী, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা

আরও পড়ুন