বিশ্বের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। এই প্ল্যাটফর্মে দেশ-বিদেশের প্রিমিয়াম সব কন্টেন্ট উপভোগ করা যায়। সাবস্ক্রিপশনভিত্তিক এই স্ট্রিমিং প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয় ১৯৯৭ সালে, আজকের এই দিনে।
নেটফ্লিক্স চালুর আগে পছন্দের সব সিনেমা কিংবা কন্টেন্ট দেখতে ডিভিডি ভাড়া করার প্রচলন ছিল। সেই ধারণাকে কাজে লাগিয়ে মার্কিন উদ্যোক্তা রিড হেস্টিংস ও মার্ক র্যাডল্ফের মাথায় আসে নেটফ্লিক্সের আইডিয়া। তাই প্রথমে এ সার্ভিসটি দর্শকের চাহিদা বুঝে পছন্দের সিনেমা ভাড়া দিত। পরে ইন্টারনেট স্ট্রিমিং সেবা চালু হয়। এভাবেই ধীরে ধীরে বাড়ে নেটফ্লিক্সের জনপ্রিয়তা। পথচলার প্রায় তিন দশকের মধ্যে নেটফ্লিক্স হয়ে ওঠে অনলাইনে ভিডিও দেখার অন্যতম সেরা প্ল্যাটফর্ম। ভিডিও স্ট্রিমিংয়ের পাশাপাশি এখন এতে গেম খেলারও সুযোগ রয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে নেটফ্লিক্সের গ্রাহকের সংখ্যা ২০ কোটিরও বেশি।
টমেটোর লড়াই
প্রতিবছর আগস্টের শেষ বুধবার হাজারো মানুষের গন্তব্য হয় স্পেনের দক্ষিণ-পূর্বে অবস্থিত ছোট্ট একটি শহর বুঁয়্যোলের দিকে। উদ্দেশ্য—টমেটোর লড়াই কিংবা লা টমাটিনাতে অংশগ্রহণ। ইউরোপের দেশ স্পেনের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী এই পাকা টমেটো ছোড়াছুড়ির খেলায় মেতে ওঠেন হাজারো দর্শনার্থী৷ ধারণা করা হয়, ১৯৪৪ সালে নিতান্তই মজার ছলে দুই শিশুর টমেটো ছোড়াছুড়িতে শুরু হয় এই খেলার। তবে এ নিয়ে আরও নানা গল্প শোনা যায় লোকমুখে। পরের বছর ১৯৪৫ সালের এই দিনে লা টমাটিনার প্রথম আসরটি আয়োজন করা হয়। মাঝে বেশ কিছু বছর স্থগিত থাকলেও পঞ্চাশের দশক থেকে আবার শুরু হয় এই আয়োজন।