দুই ভাইয়ের কাহিনি
দ্য হার্ডি বয়েজ
লেখক: ফ্র্যাঙ্কলিন ডব্লিউ ডিক্সন
ফ্র্যাঙ্ক হার্ডি ও জো হার্ডি নামে দুই ভাইয়ের কাহিনি। ১৯২৭ সালে প্রকাশিত হয় সিরিজের প্রথম বই দ্য টাওয়ার ট্রেজার, তবে শুরুর দিকে ঠিক কিশোর গোয়েন্দাদের সিরিজ ছিল না সেটি। তবে এ ধারার জনপ্রিয়তা লক্ষ করে পরের দিকে সিরিজটির কাহিনির ধাঁচ পরিবর্তন করা হয়, এমনকি পরবর্তী সময়ে প্রথম বইগুলো পরিমার্জন করে কিশোর উপযোগী করে নতুনভাবে প্রকাশ করা হয়। এখন পর্যন্ত চার শতাধিক বই বেরিয়েছে এদের নিয়ে, চলছে আজও। ফ্র্যাঙ্কলিন ডব্লিউ ডিক্সনের নামে প্রকাশিত হলেও আসলে বইগুলো লিখেছেন অর্ধশতাধিক ভিন্ন ভিন্ন লেখক। উল্লেখযোগ্য বই দ্য সিক্রেট অব দ্য ওল্ড মিল, হান্টিং ফর হিডেন গোল্ড, দ্য মিসিং চামস ইত্যাদি।