অ্যামাজন ব্র্যান্ডের আত্মপ্রকাশ

অ্যামাজনছবি: রয়টার্স
জানা–অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৫ জুলাই ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

এখন আর আগের মতো ঘটা করে মার্কেট ঘুরে ঘুরে কেনাকাটা করে কতজন? হাতের মুঠোয় এখন পাওয়া যায় সবকিছু। বাড়তি কষ্টের প্রয়োজনই–বা কী? বলছি জনপ্রিয় ই-কমার্স সাইটের কথা। ই-কমার্সে সবচেয়ে বিখ্যাত নাম অ্যামাজন। নব্বইয়ের দশকে চালু হওয়া এই প্রতিষ্ঠান আজ বিশ্বের অন্যতম জনপ্রিয় মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানগুলোর একটি। বর্তমানে এর পণ্যের সংখ্যা ১২ মিলিয়নের বেশি। জামা, জুতা থেকে বই, আসবাব—কী নেই এতে?

১৯৯৪ সালের আজকের এই দিনে জেফ বেজোসের হাত ধরে এর পথচলা শুরু হয়। মার্কিন এই ই-কমার্স সাইটের শুরুটা হয়েছিল পুরোনো বই বিক্রির উদ্দেশ্যে। কিন্তু ক্রেতাদের বিপুল সাড়া পেতে পেতে সেই অ্যামাজন কোম্পানি আজ বিশ্বের নামকরা একটি প্রতিষ্ঠান।

আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ইতালীয় ফুটবলার আলবের্তো জিলার্দিনো। ১৯৮২ সালের ৫ জুলাই ইতালির বিয়েল্লায় জন্মগ্রহণ করেন তিনি। তিনি এসি মিলান ও ইতালি জাতীয় দলের একজন স্ট্রাইকার ছিলেন।

আরও পড়ুন