আইসক্রিমের কাঠি দিয়ে বানাও বিমান
উপকরণ
১. তিনটি আইসক্রিমের বড় কাঠি (৬ ইঞ্চি দৈর্ঘ্য ও ০.৭৫ ইঞ্চি প্রস্থবিশিষ্ট)
২. পাঁচটি আইসক্রিমের ছোট কাঠি (৪.১ ইঞ্চি দৈর্ঘ্য ও ০.৭৫ ইঞ্চি প্রস্থবিশিষ্ট)
৩. দুটি আইসক্রিমের কাঠি থেকে কেটে নেওয়া ছোট দুটি কার্ডবোর্ড কাটিং (৪.৫ সেন্টিমিটার দৈর্ঘ্য ও ০.৮ সেন্টিমিটার প্রস্থবিশিষ্ট)
৪. ছোট কালো পুঁতি
৫. কাঁচি
৬. আইকা বা আঠা
৭. নীল রঙের কাগজ
নির্দেশাবলি
১. প্রথমে ছবির মতো আইকা বা আঠার সাহায্যে পাঁচটি আইসক্রিম কাঠির একটিকে অপরটির সঙ্গে জুড়ে দাও এবং সেগুলো শুকিয়ে যাওয়ার মতো সময় দাও। চাইলে স্কচটেপ দিয়ে এঁটে নিতে পারো।
২. আমাদের এখন দুটি আইসক্রিমের কাঠি থেকে কেটে নেওয়া ৪.৫ সেন্টিমিটার দৈর্ঘ্য ও ০.৮ সেন্টিমিটার প্রস্থবিশিষ্ট ছোট কার্ডবোর্ডে আইকার সাহায্যে দুটি নীল কাগজ জড়িয়ে নাও। চাইলে নীল রং করে নিলেও পারো।
৩. এবার নীল কাগজে জড়ানো ছোট কার্ডবোর্ডে একে অন্যের ওপর রেখে করে আইকা দিয়ে এমনভাবে জুড়ে দাও, যাতে ইংরেজি এক্স (X) অক্ষরের মতো হয়। এটা হবে প্রপেলার!
৪. এবার ছবির মতো এক্স আকৃতির প্রপেলারের ওপরে আঠার সাহায্যে একটি কালো পুঁতি আলতোভাবে বসিয়ে দাও।
৫. এবার প্রথম ধাপের যুক্ত পাঁচটি কাঠি নাও। ছবির মতো তাদের চওড়া অংশে ওপর থেকে ০.৫ ইঞ্চি নিচের দিকে আইকা দিয়ে দুই পাশে বড় কাঠি দুটি এঁটে দাও এবং আঠা শুকানো পর্যন্ত অপেক্ষা করো।
৬. ৫ নম্বর ধাপে দুটি বড় কাঠি ব্যবহার করি, বাকি থাকে আরও একটি বড় কাঠি। অবশিষ্ট বড় কাঠিটি দুই টুকরা করে নিই। এবার ৫ নম্বর ধাপের মতো যুক্ত পাঁচটি আঠালো কাঠির অপর প্রান্ত থেকে ০.৫ ইঞ্চি ভেতরের দিকে আইকা দিয়ে ছোট এই টুকরা দুটি এঁটে দাও।
৭. এখন এক্স আকৃতির প্রপেলারটি এবার প্রথম ধাপের যুক্ত পাঁচটি কাঠির মাথায় আঠা দিয়ে বসিয়ে দাও।
৮. এবার তোমার পছন্দমতো স্টিকার বসিয়ে সাজিয়ে নিতে পারো।
৯. প্রস্তুত হওয়া পুরো কাঠামোটি খুব সাবধানে তিন থেকে পাঁচ ঘণ্টা ধরে শুকিয়ে নিতে পারো। নিজ হাতে বানানো চমৎকার এই বিমান তুমি যেমন সাজিয়ে রাখতে পারো আবার বন্ধুদেরও উপহার দিতে পারো।