জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৭ মার্চ ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
বাংলার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে তাঁতশিল্প। ব্রিটিশ আমলের আগে ঘরে ঘরে তাঁত ছিল। বোনা হতো বিভিন্ন ধরনের কাপড়। ফলে আমাদের এই অঞ্চলে তাঁতশিল্প সমৃদ্ধ হয়ে ওঠে। ব্রিটিশরা প্রথমে ভারতে ব্যবসার জন্য এলেও পরে শাসক হয়ে ওঠে। ব্রিটিশ শাসনের শুরু থেকে নেমে আসে ধস।
বেচাকেনার নামে তাঁতশিল্পী ও কর্মচারীদের নানাভাবে শোষণ, অত্যাচার ও নিপীড়নের বহু ঘটনা ঘটে। প্রথম দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় উৎপাদিত রেশম এবং সুতিবস্ত্র দিয়ে ইউরোপে ব্যবসা করে ব্যাপক মুনাফা লাভ করে। তবে এ ঘটনায় ইংল্যান্ডের বস্ত্রব্যবসায়ীরা বিরূপ প্রতিক্রিয়া দেখান। বিশ্ববাজারে তাঁরা পিছিয়ে পড়তে থাকে। শুরু হয় আন্দোলন। পরে ব্রিটিশরা বাংলায় অবস্থানকারী শাসকগোষ্ঠীদের নির্দেশ দেয় তাঁত নিয়ে ব্যবস্থা নেওয়ার। প্রচলিত আছে, তাঁতিরা যেন রেশম ও মসলিন তৈরি করতে না পারেন, তাই ব্রিটিশ রাজ তাঁতিদের হাতের বুড়ো আঙুল কেটে দেন।
এ ছাড়া আজ সারা দেশে পালিত হচ্ছে ‘শিশু দিবস’। ১৯৯৬ সালে প্রথম এই দিবস পালিত হয়। আজকের এই দিনে জন্মগ্রহণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।