জানা–অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২০ আগস্ট ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
বাংলাদেশসহ পুরো বিশ্বে নারী খেলোয়াড়েরা টেনিস, ক্রিকেট, ফুটবল, এমনকি সাঁতারেও আজ জয় ছিনিয়ে আনছে নিজ দেশের জন্য। এখন প্রায়ই বিভিন্ন খেলা ঘিরে নারীদের প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক আসর বসতে দেখা যায়। তবে প্রথমবারের মতো এর শুরুটা হয়েছিল ১৯২২ সালে। আজকের এই দিনে ফ্রান্সের প্যারিসে আয়োজন করা হয়েছিল এই আসর। শুধু নারীদের ঘিরে ছিল সেই খেলার আয়োজন। এটি ‘১৯২২ উইমেন্স ওয়ার্ল্ড গেমস’ নামেও পরিচিত। সেই আসরে অংশগ্রহণ করেছিলেন ৫ দেশের ৭৭ জন নারী প্রতিযোগী। সব মিলিয়ে ১১টি খেলার আয়োজন করা হয় তাঁদের জন্য। সেগুলোর মধ্যে ছিল— দৌড়, হাই জাম্প, লং জাম্প ইত্যাদি। এক দিনের সেই আয়োজন দেখতে এসেছিলেন ১৫–২০ হাজার দর্শক।
এ ছাড়া ২০১৮ সালের এই দিনে গ্রেটা থুনবার্গ নামের ১৫ বছরের এক কিশোরী একাই নেমেছিল আন্দোলনে। সুইডেনের পার্লামেন্ট ভবনের সামনে প্ল্যাকার্ড নিয়ে একাই শুরু করেছিল পরিবেশ আন্দোলন। উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তনের বিষয়ে মানুষকে সচেতন করা। তাঁর এই আন্দোলনের কথা মুহূর্তে ছড়িয়ে পড়ে বিশ্বে। এরপর বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা একাত্মতা জানান তার এই জলবায়ুবিষয়ক আন্দোলনে।
অন্য দিকে ১৮৯৭ সালের ২০ আগস্ট পৃথিবীতে এক যুগান্তকারী আবিষ্কার হয়। এই দিনে ব্রিটিশ চিকিৎসক রোনাল্ড রস জানতে পারেন, স্ত্রী অ্যানোফিলিস মশার পাকস্থলীতে থাকা প্যারাসাইট ম্যালেরিয়ার কারণ। এই স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়েই প্রাণঘাতী ম্যালেরিয়া রোগ হয়।