মিস করব তোদের

অলংকরণ: সব্যসাচী চাকমা

আজ ডিসেম্বরের ১০ তারিখ। মিশন স্কুলে আমার শেষ দিন ছিল গতকাল। তখন তেমন কিছু মনে হয়নি। কিন্তু আজ খুব খারাপ লাগছে। মনে হচ্ছে, টিফিনের সময় আমরা আর সবাই তাড়াতাড়ি টিফিন করে মাঠে যেতে পারব না। বেশি মনে পড়ছে অর্থী আর ফারিয়ার কথা। অর্থী যখন ক্লাসের সময় আমার ডেস্ক নড়াত, খুব রাগ হতো তখন। কিন্তু এখন এগুলো শুধুই স্মৃতি। মনে পড়ে অনেক খারাপ লাগছে। আমার সঙ্গে আমার কিছু বন্ধু অন্য স্কুলে যাচ্ছে ঠিকই, কিন্তু অর্থী আর ফারিয়া তো যাচ্ছে না। ওরা সবাই একসঙ্গে থাকবে। কিন্তু আমরাই আলাদা হয়ে যাব। জীবনের প্রথম স্কুলের অনুভূতি একটু আলাদা। এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি আর মিশন স্কুলের শিক্ষার্থী নই। আজ আমি কিআতে যে লেখা পাঠাচ্ছি, সেখানেও আমার স্কুলের নাম মিশন স্কুল লিখতে পারব না। কিন্তু এক দিন আগেও আমি মিশন স্কুলের ছাত্রী ছিলাম। অর্থী আর ফারিয়া, তোরা আমাদের মনে রাখিস, আর কোনো দিন তোদের সঙ্গে স্কুলে দেখা হবে না। সব সময় ভালো থাকিস। আমি তোদের যেমন দেখেছি, ঠিক তেমনই থাকবি। কখনো আমাদের ভুলবি না। তোরা আমার যেমন বন্ধু ছিলি, ঠিক তেমনই থাকবি। তোদের অনেক বেশি মিস করব।

লেখক: শিক্ষার্থী, স্কুল অব লরিয়েটস ইন্টারন্যাশনাল, কুষ্টিয়া

আরও পড়ুন