কে মিথ্যা বলছে?

অলংকরণ: আরাফাত করিম

অলংকরণ: আরাফাত করিম

জেনি একজন লেখক। তিনি ১০ ঘণ্টা করে টানা ৩ দিন লেখেন। তারপর এক দিন বিশ্রাম নেন। এক সপ্তাহে তিনি টানা বৃহস্পতি, শুক্র ও শনিবার লিখেছেন। তাহলে ওপরের নিয়মানুসারে তিনি কি বুধবার লিখতে পারেন? শুধু হ্যাঁ বা না এর মাধ্যমে উত্তর দাও।

অলংকরণ: আরাফাত করিম

তুমি খাতায় ১, ২, ৩, … এভাবে ১০০ পর্যন্ত লিখতে চাও। এখন বলো তো, এর মধ্যে তোমাকে কতবার ৯ লিখতে হবে?

অলংকরণ: আরাফাত করিম

একটি ঘরে ৫টি বাচ্চা আছে। এর মধ্যে চারজন ছেলে ও একজন মেয়ে। সবার কথা শুনে তোমাকে বলতে হবে, কে মিথ্যা বলছে। প্রথম বাচ্চাটি বলল, ‘আমি ছেলে।’ দ্বিতীয় বাচ্চা বলল, ‘আমি মেয়ে।’ তৃতীয়জন বলল, ‘প্রথমজন মিথ্যা বলছে এবং দ্বিতীয়জন ঠিক বলছে।’ চতুর্থজন বলল, ‘আমাদের মধ্যে একজন ছেলে নয়।’ পঞ্চম বাচ্চা বলল, ‘প্রথমজন ছেলে।’ এদের মধ্যে কে মিথ্যা বলছে?

অলংকরণ: আরাফাত করিম

মাহমুদের ওজন শিহাবের চেয়ে ৩০ কেজি কম। দুজনের ওজন একত্রে ১৫০ কেজি হলে কার ওজন কত?

অলংকরণ: আরাফাত করিম

ধরো, বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোট ৫টি দল আছে। দলগুলো একে অপরের বিপক্ষে মাত্র একটি করে ম্যাচ খেলবে। তাহলে এই লিগে মোট কতটি খেলা হবে?

আরও পড়ুন