জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৭ সেপ্টেম্বর, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
নতুন মার্কিন সংবিধান
যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে ১৭৭৬ সালে। স্বাধীনতার প্রায় ১১ বছর পর ১৭৮৭ সালের আজকের এই দিনে গৃহীত হয় নতুন মার্কিন সংবিধান। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ১২টি অঙ্গরাজ্যের প্রতিনিধিরা সেই সংবিধানের খসড়ায় স্বাক্ষর করেন। এর দুই বছর পর ১৭৮৯ সালে এই লিখিত সংবিধান কার্যকর করা হয়৷ ‘উই দ্য পিপল’ ছিল নতুন সেই গণতান্ত্রিক সংবিধানের প্রথম তিনটি শব্দ।
২৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক শুরু
শেষ হয়েছে ২০২৪ সালের অলিম্পিক আসর। ১৯৮৮ সালের আজকের এই দিনে শুরু হয়েছিল ২৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত হওয়া এই আসরটি চলেছিল ২ অক্টোবর পর্যন্ত। বিশ্বের প্রায় ১৬০টি দেশের বিভিন্ন খেলায় পারদর্শী সর্বমোট ৮ হাজার ৩৯১ জন খেলোয়াড় এতে অংশ নেন। মোট খেলার আয়োজন ছিল ২৩টি। এ ছিল এশিয়ায় আয়োজিত হওয়া গ্রীষ্মকালীন অলিম্পিকের দ্বিতীয় আসর। প্রথমটি ছিল ১৯৬৪ সালে, টোকিওতে। এই আসরে স্বাগতিক দেশ দক্ষিণ কোরিয়া পদক জয়ের দিক থেকে চতুর্থ স্থান দখল করে। ৫৫টি স্বর্ণপদক অর্জনের মাধ্যমে প্রথম স্থান দখল করে সোভিয়েত ইউনিয়ন।