মানুষের চোখে প্রথমবারের মতো ধরা দেয় নেপচুন
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৮ ডিসেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।
আজকের এই দিনে : ২৮ ডিসেম্বর
নেপচুন, সৌরজগতের অষ্টম ও সবচেয়ে দূরবর্তী গ্রহ। এই নেপচুন মানব ইতিহাসে প্রথমবারের মতো দেখা গিয়েছিল ১৬১২ সালের আজকের এই দিনে। এই গ্রহ আবিষ্কার করেছিলেন বিখ্যাত ইতালীয় জ্যোতির্বিদ গ্যালিলিও গ্যালিলি। এক রাতে তিনি নিজের টেলিস্কোপ দিয়ে রাতের আকাশ পর্যবেক্ষণ করছিলেন। সেই সময় তাঁর চোখে প্রথম ধরা দেয় নেপচুন। তবে গ্যালিলিও তখন এটিকে ভুল করে স্থির তারা ভেবেছিলেন।
গ্যালিলিও পরে তাঁর পর্যবেক্ষণপত্রে নেপচুনের অবস্থান লিপিবদ্ধ করেন। তবে নেপচুনকে আনুষ্ঠানিকভাবে গ্রহ হিসেবে শনাক্ত করা হয় প্রায় দুই শতাব্দী পরে, ১৮৪৬ সালে। জ্যোতির্বিদ উর্বাঁ ল্যাভেরিয়ের এর কক্ষপথের অবস্থান গণনা এবং জার্মান জ্যোতির্বিদ ইয়োহান গটফ্রিড গালে টেলিস্কোপের মাধ্যমে তা নিশ্চিতকরণের মাধ্যমে নেপচুন গ্রহ হিসেবে পরিচিতি লাভ করে।
১০৬৫ সালের আজকের এই দিনে উদ্বোধন করা হয় যুক্তরাজ্যের অভিজাত গির্জা ওয়েস্টমিনস্টার অ্যাবে।