জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২২ মে ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
সময়ের সঙ্গে বদলে যায় ইতিহাস। একসময় বিলুপ্ত হয়ে যায় কত স্থান, কত নাম! এমনই এক নাম সিলন। তোমরা কি জানো এটি আমাদের খুব পরিচিত একটি দেশের নাম? দক্ষিণ এশিয়ার একটি দ্বীপদেশ শ্রীলঙ্কা, যার পূর্বনাম ছিল সিলন। কিন্তু সিলন কীভাবে আজকের শ্রীলঙ্কা হলো? একটা সময় ভারত, পাকিস্তানের মতো শ্রীলঙ্কাও ছিল ব্রিটিশদের অধীন। ১৮০২ সালের দিকে আমিয়েন্সের চুক্তির মাধ্যমে ব্রিটেন এ অঞ্চল লাভ করে। নাম দেয় ‘ক্রাউন কলোনি অব সিলন’। এরপর ঘটে নানা ঘটনা। অবশেষে ১৯৪৮ সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটলে সিলন হিসেবেই দেশটি যাত্রা শুরু করে। পরে পূর্বের শাসকদের চিহ্ন পুরোপুরি মুছে দিতে ১৯৭২ সালে দেশটির নাম পরিবর্তন করেন শ্রীলঙ্কা রাখা হয়। দেশটিতে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
ধারণা করা হয়, ১৮৯৭ সালের এই দিনে টেমস নদীর তলদেশে ব্ল্যাক ওয়াল টানেল আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছিল। এ ছাড়া ২০০৪ সালের আজকের এই দিনে ভারতের ১৭তম প্রধানমন্ত্রী হিসেবে ড. মনমোহন সিং শপথ গ্রহণ করেছিলেন।
প্রাকৃতিক দুর্যোগ কতটা ভয়ংকর, তা আরেকবার প্রমাণিত হয়েছিল ১৯২৭ সালে। এ বছর আজকের এই দিনে চীনের নানশানে প্রচণ্ড ভূমিকম্পে দুই লাখ মানুষের প্রাণহানি ঘটে।
এ ছাড়া ১৭৭২ সালের ২২ মে জন্মগ্রহণ করেছিলেন অন্যতম বাঙালি দার্শনিক ও সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়।