জানা–অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৩১ আগস্ট ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
অভিজাত পরিবারে জন্ম হয়েও তাঁর তারুণ্য কাটছিল বেশ সাদামাটাভাবেই। কখনো কাজ করেছেন শিশু-পরিচারিকা হিসেবে, আবার কখনো খণ্ডকালীন বাবুর্চি। পড়াশোনাতেও আহামরি মন ছিল না তাঁর। দু–একবার ফেলও করেছেন। ঠিক এমন সময়ে রূপকথার মতো তাঁর প্রেম হয় এক রাজপুত্রের সঙ্গে। মাত্র ২০ বছর বয়সে সাদামাটা একজন তরুণী থেকে হয়ে উঠলেন ব্রিটিশ রাজপরিবারের বধূ—প্রিন্সেস ডায়ানা।
বলছি প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার কথা। ১৯৬১ সালের জুলাইয়ের ১ তারিখে যুক্তরাজ্যে জন্ম ডায়ানার। প্রিন্স চার্লসের সঙ্গে সেই প্রেম চলে প্রায় চার বছর। ১৯৮১ সালের ২৯ জুলাইয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। তবে শুরুটা রূপকথার মতো হলেও শেষটা ছিল তিক্ত। ১৯৯৬ সালে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বৈবাহিক জীবনের ইতি টানেন তাঁরা।
প্রিন্সেস ডায়ানা রানি হতে চেয়েছিলেন। সিংহাসনে বসা রানি না হতে পারলেও মানুষের হৃদয় জয় করেছিলেন তিনি। ছিলেন স্বাধীনচেতা ও অন্যদের প্রতি দয়ালু। জীবনের শেষ সময় পর্যন্ত নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়েছেন অসহায় মানুষের কল্যাণে। করে গেছেন সমাজসেবা।
তবে প্রিন্সেস ডায়ানার চলে যাওয়া ছিল খুব আকস্মিক। আজও মানুষ তাঁর মৃত্যু নিয়ে আলোচনা করে। ১৯৯৭ সালের আজকের এই দিনে ফ্রান্সের রাজধানী প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল মাত্র ৩৬ বছর।
প্রথম মানবদেহে অঙ্গ প্রতিস্থাপন
১৯৬৮ সালের ৩১ আগস্ট। চিকিৎসা জগতে স্থাপিত হয় এক বিশেষ নজির। মার্কিন শল্যচিকিৎসক মিখায়েল ডেবেকি প্রথম মানবদেহে অঙ্গ প্রতিস্থাপন করেন। সে সময় তিনি একজন দাতার শরীর থেকে অস্ত্রোপচারের মাধ্যমে হৃৎপিণ্ড, ফুসফুস ও দুটি কিডনি আলাদা চারজন গ্রহীতার শরীরে সফলভাবে প্রতিস্থাপন করেন।