উপন্যাসটি কত পৃষ্ঠার ছিল?

১. রাব্বি একটি মোবাইল কিনবে। দাম ৩৫ হাজার টাকা। কিন্তু টাকা দেওয়ার সময় দোকানদার তাকে অতিরিক্ত ৪% ডিসকাউন্ট দিল। তাহলে রাব্বিকে এখন কত টাকা দিতে হবে?২. একটি গাড়ি ঘণ্টায় ৭৫ কিলোমিটার যায়। তাহলে গাড়িটি ১ মিনিটে কত মিটার যাবে?

আরও পড়ুন

২. একটি গাড়ি ঘণ্টায় ৭৫ কিলোমিটার যায়। তাহলে গাড়িটি ১ মিনিটে কত মিটার যাবে?

৩. সারাহ একটা উপন্যাস পড়ছে। সে ঠিক করেছে ২০ দিনে উপন্যাসটি শেষ করবে। তাই প্রতিদিন সে ১৬ পৃষ্ঠা করে পড়তে শুরু করেছে। কিন্তু হিসাব করে দেখল, এভাবে পড়লে ২০ দিনে উপন্যাসটি শেষ হবে না। তাই পরের ৫ দিন সে ১৮ পৃষ্ঠা করে পড়ে উপন্যাসটি শেষ করল। এবার বলো তো, উপন্যাসটি কত পৃষ্ঠার ছিল?

আরও পড়ুন

৪. ১ = ১, ৩ = ২৭, ৪ = ৬৪ হলে

২ = কত?

৫. ধরো, দুটি ভালুকের ওজন ১২০ কেজি। একটি ভালুক ও একটি খরগোশের ওজন ৭০ কেজি। আর একটি ভালুক, একটি খরগোশ ও একটি শিয়ালের ওজন ৯০ কেজি। এবার বলো তো, কোন প্রাণীর ওজন কত?

গ্রন্থনা: কিআ প্রতিবেদক

অলংকরণ: এআই আর্ট

আরও পড়ুন