সারা জীবন তো ডিম আর মুরগি নিয়ে আলাপ হলো। এবার চলো, বীজ আর উদ্ভিদের বিষয়টা জানি। বীজ আসার আগে উদ্ভিদের জন্ম হয়েছিল। জীবাশ্ম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আদিম উদ্ভিদ দেখতে শৈবালের মতো ছিল যেগুলো এককোষী স্পোরের মাধ্যমে বংশবিস্তার করত। বহুকোষী বীজ এসেছে আরও ১৫ কোটি বছর পরে।
মস্তিষ্ক যত শক্তি খরচ করে
তোমার মস্তিষ্ক প্রতিদিন ৪০০ থেকে ৫০০ ক্যালরি খরচ করে। এটি তোমার শরীরের মোট শক্তির প্রায় এক-পঞ্চমাংশ। ক্যালরির বেশির ভাগ খরচ হয় পেশি নিয়ন্ত্রণ ও তথ্য প্রক্রিয়া করার কাজে। কিছু গবেষণায় দেখা গেছে, কঠিন সমস্যা সমাধান করলে মস্তিষ্কের শক্তির চাহিদা বেড়ে যায়।