ট্রেজার আইল্যান্ডের প্রথম প্রকাশ

অ্যাডভেঞ্চার, রহস্য এবং বীরত্বের মিশেলে তৈরি এই সৃষ্টি প্রজন্মের পর প্রজন্মের পাঠকদের মুগ্ধ করেছে

সাহিত্যপ্রেমীদের কাছে এক আবেগের নাম ‘ট্রেজার আইল্যান্ড’। স্কটিশ সাহিত্যিক রবার্ট লুই স্টিভেনসনের অনন্য এই সৃষ্টির শুরুটা হয়েছিল ১৮৮৩ সালের আজকের এই দিনে। এই দিনেই প্রকাশিত হয় ‘ট্রেজার আইল্যান্ড’।

জিম হকিন্স নামের এক তরুণ গুপ্তধনের খোঁজে সাগর পাড়ির যাত্রা দিয়ে শুরু হয় গল্পের। জিম হকিন্সের পাশাপাশি অন্যতম প্রধান চরিত্রে আছে 'লং জন সিলভার'। এই চরিত্র বিশ্বসাহিত্যের অন্যতম বিখ্যাত দস্যু চরিত্রের একটি। অ্যাডভেঞ্চার, রহস্য এবং বীরত্বের মিশেলে তৈরি এই সৃষ্টি প্রজন্মের পর প্রজন্মের পাঠকদের মুগ্ধ করেছে।

‘ট্রেজার আইল্যান্ড’ উপন্যাসটি প্রকাশের পর পরই বিশাল জনপ্রিয়তা পায় এটি।  এবং খুব অল্প সময়ের মধ্যে বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয় সেটি।

১৯৬০ সালের আজকের এই দিনে সব শ্বেতাঙ্গ শিক্ষার্থীর এক প্রাথমিক বিদ্যালয়ে প্রথম কৃষ্ণাঙ্গ শিক্ষার্থী হিসেবে ভর্তি করা হয় রুবি নামের ছোট্ট শিশুকে।