সিটবেল্টের ব্যবহার শুরু হয়েছিল আজ

জানা–অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৭ আগস্ট ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

কার্ল বেঞ্জের হাত ধরে ১৮৮৫ সালে প্রথম মোটরচালিত গাড়ি তৈরি হয়, সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী বার্থা বেঞ্জ। তিন চাকার সেই গাড়ি ঘণ্টায় সর্বোচ্চ ২৫ মাইল বেগে চলতে পারত। এরপর বিশ্বজুড়ে তৈরি হয় নানা রং, নানা ঢঙের গাড়ি। একেকটির একেক রকম বিশেষত্ব। তবে বর্তমানে সব গাড়িতেই একটি সাধারণ বিষয় দেখা যায়, তা হলো সিটবেল্ট। আজকের এই দিনেই সুইডেনের এক গাড়ি নির্মাতা কোম্পানি সিটিবেল্টের পেটেন্ট লাভ করে।

১৯৫৯ সালে সুইডেনের ভলভো কোম্পানির ইঞ্জিনিয়ার নিলস বোহলিন বিশ্বে প্রথম সিটবেল্ট আবিষ্কার করেন বলে জানা যায়। গাড়িতে এই সিটবেল্ট সংযুক্তকরণের মূল কারণই হচ্ছে যেকোনো দুর্ঘটনার সময় গাড়ির আরোহীদের সুরক্ষা দেওয়া। সিটবেল্টের আবিষ্কার গাড়িশিল্পের নিরাপত্তাব্যবস্থায় এক আমূল পরিবর্তন নিয়ে আসে। এরপর বিশ্বের বিভিন্ন জায়গায় এটির ব্যবহার শুরু হয়, যা এখন অনেকটা বাধ্যতামূলকই বলা যায়।

এ ছাড়া ১৮০৭ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন নদীতে প্রথম বাষ্পীয় ইঞ্জিনচালিত নৌকা চলাচল দেখা যায়। এই নৌকা তৈরি করেছিলেন মার্কিন প্রকৌশলী রবার্ট ফুলটন।

১৯৭২ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার। অন্যদিকে ২০০৬ সালের একই দিনে মৃত্যুবরণ করেন বাংলা সাহিত্যের অন্যতম কবি শামসুর রাহমান।

আরও পড়ুন