জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১০ নভেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।
ঝুমঝুম বৃষ্টিতে গাড়িচালকেরা গাড়ি চালানোর সুবিধার জন্য ব্যবহার করেন ওয়াইপার বা উইন্ডস্ক্রিন ওয়াইপার। গাড়ির কাচে জমে থাকা পানি, তুষার, কুয়াশা বা ময়লা সরাতে কাজ করে গাড়ির এই যন্ত্রাংশ। সরঞ্জামটি প্রথম আবিষ্কার করেন মার্কিন নাগরিক ম্যারি অ্যান্ডারসন। ১৯০৩ সালে আজকের এই দিনে ম্যারি অ্যান্ডারসন নিজের এই উদ্ভাবনের জন্য পেটেন্ট পান। ১৯০২ সালে প্রথম তিনি গাড়ির কাচে এই এই সমস্যা লক্ষ্য করেন। তিনি খেয়াল করেন, একজন গাড়ি চালক বৃষ্টির কারণে বারবার থেমে থেমে কাচ পরিষ্কার করছেন। এরপরই তিনি এমন একটি যন্ত্র নিয়ে হাজির হন, যা গাড়ির কাচে জমে থাকা পানি বা ময়লা নিমিষেই সরিয়ে ফেলতে পারে। হাতল ও ব্লেডের সমন্বয়ে তৈরি এই যন্ত্র পরবর্তীতে বিভিন্ন গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো গ্রহণ করে এবং বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়।
এ ছাড়া ২০১১ সালের আজকের এই দিনে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) আফ্রিকার কালো গন্ডারকে বিলুপ্ত ঘোষণা করে। এক সময় আফ্রিকাজুড়ে এই প্রাণীর ব্যাপক বিচরণ ছিল।