বাঘ-সিংহ যাই হোক আসলে বিড়াল

এই বড় বিড়ালজাতীয় প্রাণীগুলো শক্তিশালী, বুদ্ধিমান ও সুন্দর। তবে দুঃখজনকভাবে এদের অনেকটি বিপন্ন। তুমি কি জানো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, বিশ্বের সবচেয়ে বড় জীবন্ত বিড়ালজাতীয় প্রাণী হলো হারকিউলিস। এটি একটি পুরুষ লাইগার (সিংহ ও বাঘের সংকরায়ণ)। এটি লম্বায় ৩ দশমিক ৩ মিটার (লেজ বাদে) এবং ওজন ৪১৮ দশমিক ২ কেজি। আর এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে বড় বাঘ ছিল জয়পুর নামে একটি পুরুষ সাইবেরিয়ান বাঘ। এটির দৈর্ঘ্য ছিল ৩ দশমিক ৩২ মিটার (লেজ বাদে) এবং ওজন ৪২৩ কেজি।

টাইগার

বাঘ ভালো সাঁতারু
ছবি: ন্যাশনাল জিওগ্রাফিক

প্যানথেরা টাইগ্রিস (Panthera tigris)

সর্বোচ্চ ওজন: ৩৮৭ কেজি

সর্বোচ্চ দৈর্ঘ্য: ৪ মিটার

বাসস্থান: এশিয়া

সিংহ

সিংহ
ছবি: এএফপি

প্যানথেরা লিও (Panthera leo)

সর্বোচ্চ ওজন: ৩১৩ কেজি

সর্বোচ্চ দৈর্ঘ্য: ৩ দশমিক ৮ মিটার

বাসস্থান: আফ্রিকা ও এশিয়া

জাগুয়ার

জাগুয়ার
ছবি: সংগৃহীত

প্যানথেরা অঙ্কা (Panthera onca)

সর্বোচ্চ ওজন: ১৫৮ কেজি

সর্বোচ্চ দৈর্ঘ্য: ২ দশমিক ৮ মিটার

বাসস্থান: উত্তর ও দক্ষিণ আমেরিকা

পুমা

পুমা
ছবি: উইকিমিডিয়া কমন্স

পুমা কনকালার (Puma concolor)

সর্বোচ্চ ওজন: ১২৫ কেজি

সর্বোচ্চ দৈর্ঘ্য: ২ দশমিক ৮ মিটার

বাসস্থান: উত্তর ও দক্ষিণ আমেরিকা

লেপার্ড

লেপার্ড
ছবি: আই ন্যাচারালিস্ট

প্যানথেরা পার্ডাস (Panthera pardus)

সর্বোচ্চ ওজন: ৯৬ কেজি

সর্বোচ্চ দৈর্ঘ্য: ২ দশমিক ৭৫ মিটার

বাসস্থান: আফ্রিকা, ইউরোপ ও এশিয়া

চিতা

চিতা
ছবি: এএনআই

অ্যাসিনোনিক্স জুবাটাস (Acinonyx jubatus)

সর্বোচ্চ ওজন: ৭৫ কেজি

সর্বোচ্চ দৈর্ঘ্য: ২ দশমিক ৫ মিটার

বাসস্থান: আফ্রিকা ও এশিয়া

তুষার চিতা

তুষার চিতা
ছবি: এএফপি

প্যানথেরা আনচিয়া (Panthera uncia)

সর্বোচ্চ ওজন: ৭৫ কেজি

সর্বোচ্চ দৈর্ঘ্য: ২ দশমিক ৫ মিটার

বাসস্থান: এশিয়া

ইউরেশিয়ান লিংক্স

ইউরেশিয়ান লিংক্স
ন্যাশনাল জিওগ্রাফিক

লিংক্স লিংক্স (Lynx lynx)

সর্বোচ্চ ওজন: ৩৮ কেজি

সর্বোচ্চ দৈর্ঘ্য: ১ দশমিক ৫ মিটার

বাসস্থান: ইউরোপ ও এশিয়া

সুন্দা মেঘলা চিতা

সুন্দা মেঘলা চিতা
উইকিমিডিয়া কমন্স

নিওফেলিস ডায়ার্ডি (Neofelis diardi)

সর্বোচ্চ ওজন: ২৬ কেজি

সর্বোচ্চ দৈর্ঘ্য: ১ দশমিক ৯ মিটার

বাসস্থান: এশিয়া

১০

মেঘলা চিতা

মেঘলা চিতা
ছবি: আই ন্যাচারালিস্ট

নিওফেলিস নেবুলোসা (Neofelis nebulosa)

সর্বোচ্চ ওজন: ২৩ কেজি

সর্বোচ্চ দৈর্ঘ্য: ১ দশমিক ৯ মিটার

বাসস্থান: এশিয়া

১১

পৃথিবীর সবচেয়ে ছোট বন্য বিড়াল

রাস্টি স্পটেড ক্যাট
ছবি: আই ন্যাচারালিস্ট

পৃথিবীর সবচেয়ে ছোট বন্য বিড়াল ‘রাস্টি স্পটেড ক্যাট’। এর সর্বোচ্চ ওজন ১ দশমিক ৬ কেজি এবং সর্বোচ্চ দৈর্ঘ্য ৪৮ সেন্টিমিটার। বৈজ্ঞানিক নাম প্রিওনাইলুরাস রুবিগিনোসাস (Prionailurus rubiginosus)।