ফ্রিদা কাহলোর প্রথম একক প্রদর্শনী

ফ্যাশন সচেতন শিল্পী ফ্রিদা কাহলোছবি: এএফপি
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১ নভেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।

শিল্পকে নিজের ভেতরে ধারণ করে জীবনকে অতিবাহিত করেছেন অনেকেই। ফ্রিদা কাহলো ছিলেন এমনই একজন। মেক্সিকোর কোয়োকান শহরে জন্ম নেওয়া কাহলো বেছে নিয়েছিলেন চিত্রশিল্পকে। তিনি শিল্পীজীবনের শুরু থেকে শেষ অবধি আত্মপ্রতিকৃতিই‌ এঁকে গেছেন। ১৯৩৮ সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জুলিয়ান লেভি গ্যালারিতে তাঁর প্রথম একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছিল।

চিত্রশিল্পী হওয়ার পাশাপাশি তাঁর ছিল নিজস্ব ফ্যাশনের ধারা। কাহলোর ভিন্নধর্মী চুলের স্টাইল, পোশাক তাঁকে বানিয়েছে ফ্যাশন আইকন। তাই তাঁর ফ্যাশনের ধারা নিয়ে আজও কাজ করে যাচ্ছেন নকশাকারকেরা।

আজ বেশ কিছু জনপ্রিয় ব্যক্তিত্বের জন্মদিন। এর মধ্যে রয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আকরাম খান, ভারতীয় অভিনেত্রী মিস ওয়ার্ল্ড–খ্যাত ঐশ্বরিয়া রাই বচ্চন, নোবেল বিজয়ী আমেরিকান পদার্থবিদ রবার্ট বি লাফলিনসহ প্রমুখ।

এ ছাড়া আজকের এই দিনে মৃত্যুবরণ করেন নাট্যকার দীনবন্ধু মিত্র।

আরও পড়ুন