তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হলেন রুজভেল্ট

ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টছবি: হোয়াইট হাউসের ওয়েবসাইট
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০৫ নভেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।

মার্কিন ইতিহাসের অন্যতম প্রভাবশালী নেতা ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট। যিনি চার মেয়াদে ১২ বছরের বেশি সময় ধরে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৪০ সালের আজকের এই দিনে তিনি তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন।

১৯৩৩ সালে প্রথমবারের মতো ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেই সময় দেশটি গভীর অর্থনৈতিক মন্দায় জর্জরিত ছিল, যা ইতিহাসে গ্রেট ডিপ্রেশন হিসেবেও পরিচিত। তাঁর ‘নিউ ডিল’ কর্মসূচি যুক্তরাষ্ট্রকে সেই মন্দা থেকে তুলে আনতে সাহায্য করে। ফলে রুজভেল্টের নেতৃত্বে দেশটি অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে সক্ষম হয়।

তবে তাঁর ক্ষমতা–পরবর্তী সময়ে মার্কিন সংবিধানে নতুন সংশোধন আনা হয়। সেখানে উল্লেখ করা হয়, দুই মেয়াদের বেশি কেউ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন না। মজার ব্যাপার হলো, আজই অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচন।

আজ ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় বিরাট কোহলির জন্মদিন। দিল্লিতে ১৯৮৮ সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন