রাতজাগা ভূত

অলংকরণ : রাকিব রাজ্জাক

প্রিয় ঘুম,

আশা করি ভালো আছ। কিন্তু আমি ভালো নেই। তুমি আমাকে ভালো থাকতে দিচ্ছ কই? তোমাকে যখন আমার প্রয়োজন, তুমি তখন কাছে আসো না। আর যখন প্রয়োজন নেই, তখন আমাকে ছেড়ে যেতেই চাও না। দুপুরে আমি ঘুমাতে চাই না, অথচ তখনই তুমি আমাকে জড়িয়ে ধরে থাকো। আর রাতে তো তোমার পাত্তাই নেই। এখন তো আমি ‘রাতজাগা ভূত’ হয়ে গেছি। তুমি মনে হয় আমার দিকে এখন আর মনোযোগ দিচ্ছ না। একটু মনোযোগ দিলে খুব ভালো হয়।

আজ আর নয়। ভালো থেকো আর আমাকেও ভালো রেখো।

ইতি,

জারা ওরফে ‘রাতজাগা ভূত’

লেখক: শিক্ষার্থী, সপ্তম শ্রেণি বগুড়া ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া