কে ছিল ওটা

তখন তৃতীয় শ্রেণিতে পড়তাম। বার্ষিক পরীক্ষা চলছে। একদিন পরীক্ষা শেষ করে ওয়াশরুমে যাচ্ছিলাম আমি আর আমার বান্ধবী তানাজ। স্কুলের নিচের দিকে একটি ওয়াশরুম ছিল। তেমন কেউ যেত না ওখানে। সেদিনও কেউ ছিল না। শুধু আমরা দুজনই ছিলাম। ওয়াশরুমের পাশেই লাগানো একটি ঘর ছিল, তালা দেওয়া। কী মনে করে ঘরটার জানালা দিয়ে ভেতরে তাকালাম। মনে হলো, অন্ধকারে কে যেন বসে আছে। ছায়ার মতো। আমি যখনই তানাজকে ডেকে দেখাতে গেলাম, সঙ্গে সঙ্গে জিনিসটা উধাও!

আশপাশে অনেক খুঁজে দেখলাম কিন্তু কেউ নেই। এত ভয় পেয়েছিলাম যে বলার মতো নয়। তখনই মনে পড়ল, শুনেছি এখানে নাকি অনেক ভৌতিক ঘটনা ঘটে। তারপর আমরা একটা দৌড় দিই, ভাগ্য ভালো যে তাড়াতাড়ি বের হতে পেরেছি। আমাদের তেমন বড় কোনো ক্ষতি হয়নি। শুধু তিন–চার দিন আমরা অসুস্থ ছিলাম। জ্বর এসে গিয়েছিল। তার পর থেকে আমরা আর ওই দিকে যাইনি কখনো। এই ভয়ংকর ঘটনা কখনো ভুলব না, আমাদের স্মৃতিতে গেঁথে গেছে।

লেখক: শিক্ষার্থী, পঞ্চম শ্রেণি, সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম

আরও পড়ুন