গণিতের গোলকধাঁধা
হাজার বছর ধরে মানুষ গোলকধাঁধা দেখে মুগ্ধ হচ্ছে। সবচেয়ে বিখ্যাত ধাঁধার মধ্যে একটি হলো ক্রিটের পৌরাণিক গ্রিক গোলকধাঁধা। এ ধাঁধায় একটি দৈত্য লুকিয়ে থাকে। এ ধরনের ধাঁধা সমাধান করতে পারলে অনেকের মধ্যে ভালো লাগা কাজ করে। বিশেষ করে গণিতবিদেরা এমন গোলকধাঁধা খোঁজেন সমাধানের জন্য। তোমাদের জন্যও এমন কয়েকটি ধাঁধা এখানে দেওয়া হলো। দেখো তো কয়টি সমাধান করতে পারো।
কঠিন গোলকধাঁধা
এ ধাঁধা প্রথমটির মতো সহজ নয়। কারণ, এখানে সব কটি দেয়াল একটি অন্যটির সঙ্গে যুক্ত নয়। এখানে একটি আঙুল বা কলম দিয়ে লাইন বরাবর গিয়ে সমাধান করা কঠিন হতে পারে। এতে তুমি শুধু বারবার বৃত্তাকার পথে ঘুরে বেড়াবে। তোমাকে বরং নির্দিষ্ট যাওয়ার পথ বা রুট মুখস্থ করে রাখার চেষ্টা করতে হবে। তারপর খুঁজে বের করতে হবে, কোন পথ থেকে কোন পথে গেলে একদম মাঝের বর্গে যাওয়া যায়। একটু চেষ্টা করে দেখো তো, কত মিনিটে তুমি গোলকধাঁধাটি সমাধান করতে পারো।
সহজ গোলকধাঁধা
এখানে একটি সহজ গোলকধাঁধা রয়েছে। এ ধরনের ধাঁধা সমাধান করা সহজ। যেখান থেকে শুরু করতে হবে, সেখানে একটি আঙুল বা কলম রাখতে পারো। তারপর দাগ ধরে সামনে এগোতে হবে। তবে আঙুল বা কলম কিন্তু দাগ থেকে ওঠানো যাবে না। হঠাৎ বাধা পেলে কোনো দাগ টপকে যাওয়া যাবে না। তোমাকে সঠিক পথ খুঁজে বের করতে হবে। শুরুতে সহজ এ ধাঁধা সমাধান করে দেখতে পারো।