যেদিন আইএলওর সদস্যপদ পেয়েছিল বাংলাদেশ

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও)
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২২ জুন, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

শ্রমিকদের সার্বিক উন্নতি, সুযোগ-সুবিধা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও। ১৯১৯ সালের ১১ এপ্রিল ভার্সাই চুক্তি অনুযায়ী এই সংস্থা প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৪৬ সালে জাতিসংঘের সহায়ক সংস্থা হিসেবে আইএলও স্বীকৃতি লাভ করে। এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। বর্তমানে এর মহাপরিচালক গিলবার্ট হউংবো।

১৯৭২ সালের আজকের এই দিনে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর সদস্যপদ লাভ করে বাংলাদেশ।

আজ বিশ্বের অন্যতম সেরা দাবাড়ু পল মর্ফির জন্মদিন। ১৮৩৭ সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্রের লুইসিয়ানায় জন্মগ্রহণ করেন তিনি। মাত্র নয় বছর বয়সে নিজের এলাকায় সেরা দাবাড়ু হিসেবে সুনাম কুড়িয়ে নিয়েছিলেন তিনি। এরপর পুরো আমেরিকা, আর পরে সারা বিশ্বে হয়ে উঠলেন বিশ্বসেরা দাবা খেলোয়াড়। ১৮৮৪ সালের ১০ জুলাই মাত্র ৪৭ বছর বয়সে নিজের জন্মস্থানে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন