বিশ্বের সবচেয়ে বড় ডাইনোসর কোনটি

এখন পর্যন্ত পাওয়া ফসিল থেকে জানা গেছে, বিশ্বের সবচেয়ে বড় ডাইনোসর ছিল আর্জেন্টিনোসরাস। এর ফসিল প্রথম আর্জেন্টিনায় পাওয়া গেছে বলে এমন নামকরণ করা হয়েছে। ১৯৮৮ সালে তেলখনির একজন শ্রমিক ফসিলটি খুঁজে পান। গবেষকদের মতে, এই প্রজাতির ডাইনোসর দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা অঞ্চলেই বাস করত। এর দৈর্ঘ্য ছিল ১৩০ থেকে ১৪০ ফুট। ওজন ৭৭ থেকে ১১০ টন। যাহোক, ওই ফসিল পাওয়ার পর প্রত্নতত্ত্ববিদেরা সেখানে আরও খোঁড়াখুঁড়ি করে ১৫০টি জীবাশ্ম পেয়েছেন। গবেষকদের ধারণা, এই জীবাশ্মগুলো মোট সাতটি আর্জেন্টিনোসরাসের। ধারণা করা হয়, ক্রিটেসিয়াস যুগের এই ডাইনোসর সর্বকালের সবচেয়ে বড় ডাইনোসর ছিল।

আরও পড়ুন