ভয়ানক বাজে স্বাদের চকলেট

অলংকরণ: সব্যসাচী চাকমা

ছোটবেলার কথা আমার ঠিক এত ভালো মনে নেই। তবে এটা মনে আছে, আমি আগে থেকেই চকলেট পছন্দ করি। বাসার সবাই জানে এটা। সেবার আমাদের বাসায় বেড়াতে এসেছিল নানু। সবাই খালামণির রুমে আড্ডা দিচ্ছিল। আমি যেহেতু ছোট, তাই আমার বড়দের মধ্যে ভালো লাগছিল না। আমি আমাদের রুমে এসে ভাবছিলাম কী করা যায়। তখনই চোখে পড়ল ফ্রিজের ওপর নতুন একটা ছোট কৌটা। আমি তো তখন ছোট, তাই আমার বেশ কৌতূহল হচ্ছিল ওটার প্রতি। আর ফ্রিজ যেহেতু জানালা আর খাটের কাছেই, তাই আমি দেরি না করে খাটের ওপরে উঠে জানালা বেয়ে ফ্রিজ থেকে নতুন কৌটাটা নিলাম। তারপর খাটের ওপর ফিরে এসে কৌটা খুলে দেখি, মিল্ক চকলেটে ভরা পুরো কৌটা। আমি তো সঙ্গে সঙ্গে অনেকটা চকলেট মুখে নিয়ে খেতে শুরু করলাম। তারপর হলো বিপদ! কী ভয়ানক বাজে স্বাদ চকলেটটার! মনে হচ্ছিল মুখ পুড়ে যাচ্ছে। কান্না আর চিৎকারে পুরো ঘর কাঁপিয়ে ফেললাম আমি। সবাই এসে আমার মুখ থেকে যেভাবে সম্ভব ওই চকলেট বের করার চেষ্টা করছে। আমি অবশ্য সব ফেলেও দিয়েছিলাম, যা বাজে স্বাদ!

আমি আসলে যেটাকে সাদা চকলেট ভেবে খাচ্ছিলাম, সেটা ছিল চুন!

লেখক: শিক্ষার্থী, দশম শ্রেণি, নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন