জাতিসংঘ গঠিত হলো কেন

জাতিসংঘফাইল ছবি

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর ১৯৪৫ সালের আজকের এই দিনে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ সময়ের পর বিশ্বনেতারা জাতিসংঘ গঠনের সিদ্ধান্ত নেন। জাতিসংঘের মূল লক্ষ্য ছিল বিশ্বব্যাপী শান্তিরক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ ও বিশ্বব্যাপী উন্নয়ন করা। ১৯৪৫ সালের ২৬ জুন সান ফ্রান্সিসকোয় অনুষ্ঠিত জাতিসংঘ সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধিরা একটি সংবিধানে স্বাক্ষর করেন, যা কার্যকর হয় আজকের এই দিনে। বর্তমানে এই আন্তর্জাতিক সংস্থার সদস্যসংখ্যা ১৯৩।

এর আগে প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তি বজায় রাখার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল ‘লীগ অব নেশনস’। তবে এই সংস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধে ব্যর্থ হওয়ায় যুদ্ধোত্তর সময়ে একটি নতুন কার্যকর সংস্থা গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। এ সময়ই আসে জাতিসংঘ।

কর্মক্ষেত্রে নারী ও পুরুষের সমান মজুরি চালুর দাবিতে ১৯৭৫ সালের আজকের এই দিনে আইসল্যান্ডে নারীরা ধর্মঘটে নামেন। এতে করে আইসল্যান্ডের সরকার দাবি মেনে নতুন আইনের উদ্যোগ নেয়।

আরও পড়ুন