দৃষ্টিভ্রম

আমরা যে দেখি, তা বুঝতে মস্তিষ্ক কল্পনাশক্তির ওপর নির্ভর করে। আবার কল্পনার জন্য মস্তিষ্ক ব্যবহার করে রং ও আকৃতি। অনেক সময় মস্তিষ্কে বিভ্রান্তিকর ছবি ফুটে ওঠে। মানে যা নেই, তা–ও আমরা দেখি। ফলে ধোঁকা খাই। কীভাবে? এসব ছবি দেখলেই তা বুঝতে পারবে।

ছবিতে দেখা যাচ্ছে, তিনটি মেয়ে একটি রাস্তা ধরে হাঁটছে। ছবিতে মনে হচ্ছে, তিনজনের উচ্চতা এক নয়। অর্থাৎ শেষের জন থেকে সামনের জন ধীরে ধীরে বড় হচ্ছে। কিন্তু তুমি জেনে অবাক হবে যে ছবির মেয়েগুলো সবাই সমান। এখানে মস্তিষ্ক আমাদের ধোঁকা দিচ্ছে, অর্থাৎ দৃষ্টিভ্রম হচ্ছে।

শূন্যস্থান পূরণ

আমরা সব সময় বস্তুর সম্পূর্ণটা দেখতে পাই না। সাধারণত অনেক অংশ অস্পষ্ট থাকে। আমাদের মস্তিষ্ক সেই অস্পষ্ট অংশগুলো নিজের মতো করে পূরণ করে। যেমন এখানে একটি সাদা ত্রিভুজ দেখাচ্ছে। আসলে এখানে কোনো সাদা ত্রিভুজ নেই।