টিয়া পাখির ছানা

টিয়া পাখিঅলংকরণ: রাকিব রাজ্জাক

আমাদের বাসার জানালার পাশের একটি গাছে টিয়া পাখির বাসা ছিল। আমি টিয়া পাখি আর তার ছানাগুলোকে জানালা দিয়ে দেখতাম। পাখির ছানাগুলো আমার বন্ধু হয়ে ওঠে। একদিন স্কুল থেকে এসে দেখি পাখির বাসাটি নেই! আমি আর মা মিলে অনেক খোঁজার পরও পাখির বাসাটি পেলাম না। আমার মন খুব খারাপ হয়ে গেল। পরে বাবা আমার জন্য একটি টিয়া পাখি কিনে আনল।

লেখক: শিক্ষার্থী, দ্বিতীয় শ্রেণি, চুয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়, চট্টগ্রাম

আরও পড়ুন