কবি নজরুল ঢাকায় এলেন

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৪ মে ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

বাংলাদেশের সঙ্গে কবি কাজী নজরুল ইসলামের ছিল বিশেষ সম্পর্ক। জীবনের বিভিন্ন সময়ে তিনি বহুবার এই বাংলায় এসেছেন এবং জীবনের অনেকটা সময় এখানে অতিবাহিত করেছেন। তবে শেষবারের মতো তিনি যেবার এলেন, সেটা ছিল মুক্তিযুদ্ধের পর, ১৯৭২ সালে। তারপর এই বাংলাই হয় তাঁর শেষ সময়ের ঠিকানা। এরপর আর ভারতে ফিরে যাননি কবি। সে বছরের ২৪ মে একটি বিশেষ ফ্লাইটে কবি কাজী নজরুল ইসলামকে বঙ্গবন্ধুর উদ্যোগে ভারত থেকে সপরিবার বাংলাদেশে আনা হয়। এরপর ১৯৭৬ সালে বিদ্রোহী কবিকে একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ওই বছরের ১৮ ফেব্রুয়ারি জাতীয় কবিকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। একই বছরের ২৯ আগস্ট পৃথিবী ছেড়ে ওপারে পাড়ি জমান এই মহান কবি।

১৮৪৪ সালের আজকের এই দিনে মার্কিন আবিষ্কারক স্যামুয়াল ফিনলে ব্রিস মোর্স বিশ্বের প্রথম দূরপাল্লার টেলিগ্রাম পাঠান। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের সংসদ ভবন থেকে ৪০ মাইল দূরের বাল্টিমোর শহরে এটি পাঠিয়েছিলেন তিনি।

১৯৬৪ সালের এই দিনে রিও ডি জেনিরোর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফুটবল ম্যাচকে কেন্দ্র করে এক দাঙ্গা সংঘটিত হয়। সেখানে আনুমানিক ৩২৮ জন মানুষ নিহত ও পাঁচ শতাধিক মানুষ আহত হন। একই দিনে বাংলাদেশের উড়িরচরে জলোচ্ছ্বাসে ১১ হাজার লোকের প্রাণহানি ঘটে।

আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন রানি ভিক্টোরিয়া। সেটি ছিল ১৮১৯ সাল। একই দিনে ১৯৪১ সালে জন্ম নিয়েছিলেন মার্কিন গায়ক বব ডিলান।

আরও পড়ুন