রহস্যময় ভূতবস্ত্র

অলংকরণ: সব্যসাচী চাকমা

আমি এক বন্ধুর সঙ্গে রাতে হরর মুভি দেখতে বেরিয়েছিলাম। ফিরতে বেশ দেরি হয়ে গিয়েছিল। বাইরে ছিল অন্ধকার। রাস্তা নীরব ছিল, প্রতিটি ছোটখাটো শব্দ আমাকে ভীত করে তুলছিল। দূর থেকে একটি আওয়াজ শোনা গেল, এটি একটি ভূতের হতাশ চিৎকার এবং সেখানে ল্যাম্পের বাল্বের আলোয় আলোকিত, শীতল বাতাসে ঝুলে থাকা একটি সাদা বস্ত্রের আকৃতি, আমার হৃদয় ভয়ে উড়ে গেল। ‘এটা অবশ্যই ভূত হবে,’ আমি আশ্বাসের জন্য বিশেষ করে কাউকে বলতে পারছি না। কিন্তু তারপর আমার মনে বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে, আমার কি দৌড়ানো উচিত? আমার কি চিৎকার করা উচিত? অথবা আমার অজ্ঞান হওয়ার ভান করা উচিত এই আশায় যে ভূতটি আমাকে ছেড়ে যাবে? শেষ পর্যন্ত আমি বেশ সাহসী বোধ করলাম, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমিই সাহসী হতে যাচ্ছি এবং ভূতকে খুঁজে বের করতে যাচ্ছি। সর্বোপরি, সিনেমাগুলোতে সর্বদা একজন নায়ক থাকে যে ভূতের বিরুদ্ধে অসীম সাহস নিয়ে দাঁড়ায়। তা ছাড়া এই ভূত কেন দাঁড়িয়েছে? আমি নিজেকে প্রস্তুত করার সঙ্গে সঙ্গে, আমি যে মুভিটি দেখেছিলাম, তা মনে করার চেষ্টা করছি। ‘কে...কে সাহস করে আমাকে ভয় দেখাচ্ছে?’ এবার আমার কণ্ঠ ভয়ে ভেঙে গেছে। শুধু নীরবতা ছিল। অর্ধেক হাসি দিয়ে, ভূতটা শুধু আমার দিকে তাকাচ্ছে। এটি আমার জন্য ভয়ের আরেকটি স্তর নিয়ে এসেছিল, কিন্তু আমি এখনো মোটামুটি সাহসী ছিলাম। কাছাকাছি একটি লাঠি খুঁজে পেয়ে, আমি আরও সাহসী হই। প্রতিটি পদক্ষেপের সবচেয়ে খারাপ দিকটি ছিল যে আমার মাথা ভয়ে ঘুরছে, কারণ ভয় আমার সাহস ছিনিয়ে নিচ্ছে। যা–ই হোক, আমি আরও কিছু নিতে অনড় ছিলাম, কারণ আমি শুনতে পারছিলাম যে আমার চারপাশে ভূতের নিশ্বাসগুলো। তখন আমি অজ্ঞান হয়ে যাই। সকালে উঠে দেখি এক টুকরা সাদা বস্ত্র। এরপর আমি আর ওই রাস্তায় যাইনি, কিন্তু এটা আমার জন্য রহস্যময় যে ওই সাদা বস্ত্র সেখানে কে রেখেছিল? এবং সেই শব্দ কিসের ছিল?

লেখক: শিক্ষার্থী, পঞ্চম শ্রেণি, মুকুল নিকেতন কিন্ডারগার্টেন অ্যান্ড জুনিয়র হাইস্কুল, ময়মনসিংহ

আরও পড়ুন